বিয়েবাড়িতে এক টুকরো খাবারও কেন মুখে তোলেন না করণ জোহর? জানেন এর পিছনে লুকিয়ে কোন কঠিন কারণ?
নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৪৪
শেয়ার করুন
1
5
বলিউডের গ্ল্যামার এবং আভিজাত্যের প্রতিশব্দ হলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। তাঁর জীবন মানেই যেন ঝকমকে পোশাক এবং হাজারো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের এক চলমান ক্যানভাস। বিনোদন দুনিয়ার অন্যতম তিনিই প্রধান ব্যক্তি, যাঁর প্রতিটি পার্টিতে খাদ্যরসিকদের জন্য থাকে এলাহি ব্যবস্থা। কিন্তু করণ কখনও কোনও পার্টিতে গিয়ে খাবার মুখে তোলেন না।
2
5
বিয়েবাড়ির খাবার কখনও খাননি তিনি! তাঁর এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি সম্প্রতি বলিউড অভিনেত্রী কৃতি খরবান্দা এবং অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে এক আলাপচারিতায় সামনে এসেছে, যা শুনে অবাক হয়েছেন গোটা দেশের বিনোদনপ্রেমীরা।
3
5
সম্প্রতি একটি শো-তে আড্ডার ছলে করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়, বিয়েতে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? জবাবে কৃতি এবং পুলকিত দু'জনেই একবাক্যে বলেন, 'ভাল খাবার।' পুলকিত সম্রাটের রান্নার প্রতি ভালবাসার কথা বলতে গিয়ে কৃতি মজা করে তাঁকে 'অন্নপূর্ণা' বলেও ডাকেন। এরপরই কথোপকথন ঘুরে যায় ভারতীয় বিয়েবাড়ির খাদ্য সংস্কৃতি এবং অতিথিদের সেই খাবারের প্রতি আগ্রহের দিকে। সেখানেই আসে সেই অপ্রত্যাশিত স্বীকারোক্তি।
4
5
করণ জোহর অকপটে জানান, "আমি কোনওদিন বিয়েতে খাবার খাইনি।" এই কথা শুনে কৃতি খরবান্দা এতটাই বিস্মিত হন যে তিনি বিশ্বাস করতে পারেননি। করণ তখন তাঁর অদ্ভুত অস্বস্তির কারণটি স্পষ্ট করেন। তিনি বলেন, "এই যে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার নেওয়া, এতে আমার ভীষণ অস্বস্তি হয়। এই সারিতে দাঁড়িয়ে খাবার খাচ্ছি—এই দৃশ্যটায় আমি খুব সহজে স্বচ্ছন্দ হতে পারি না। তাই আমি কখনওই বিয়েবাড়িতে খাই না।"
5
5
প্রসঙ্গত, করণ জোহর বরাবরই স্বাস্থ্য সচেতন বলে পরিচিত। তাই পার্টিতে উপস্থিত হলেও তেমন খাবারের প্রতি আকর্ষণ দেখা যায় না তাঁর। কিন্তু তাঁর এই অকপট স্বীকারোক্তি এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।