জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্মফলের বিচারক। তিনি যেমন কঠোর, তেমনই ন্যায্য। কথিত রয়েছে, পরিশ্রম, ধৈর্য ও শৃঙ্খলা যাঁদের জীবনের মূলমন্ত্র, শনিদেব তাঁদের কৃপা করেন।
2
10
শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে।
3
10
জ্যোতিষ মতে, এমন কিছু রাশি রয়েছে যেগুলো শনির কাছে তুলনামূলকভাবে বেশি প্রিয়। আসুন জেনে নেওয়া যাক কাদের ওপর শনির আশীর্বাদ থাকে সবসময়?
4
10
বৃষঃ বৃষ রাশির জাতকরা স্থির, ধৈর্যশীল ও বাস্তবমুখী। অর্থনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তাকে গুরুত্ব দেন। কঠোর পরিশ্রমে বিশ্বাসী হওয়ায় শনিদেব তাঁদের পরিশ্রমের ফল দেন, বিশেষ করে কর্মজীবন ও অর্থের ক্ষেত্রে
5
10
কন্যাঃ কন্যা রাশির জাতকরা শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল। ছোটখাটো বিষয়েও নিখুঁত হতে চান। এই গুণগুলিই শনিদেবের কাছে কন্যা রাশিকে প্রিয় করে তোলে। ধীরে হলেও জীবনে নিশ্চিত উন্নতি পান এঁরা।
6
10
তুলাঃ তুলা রাশিতে শনি উচ্চস্থানে অবস্থান করেন। এই রাশির জাতকরা ন্যায়পরায়ণ, দায়িত্বশীল হন। সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভেবে দেখেন। সততা ও ন্যায়বোধের কারণে শনিদেব তুলা রাশির জাতকদের বিশেষ আশীর্বাদ দেন।
7
10
মকরঃ মকর রাশির অধিপতি স্বয়ং শনি। তাই এই রাশির জাতকদের সঙ্গে শনির সম্পর্ক সবচেয়ে গভীর। এরা অত্যন্ত পরিশ্রমী, দায়িত্ববান এবং লক্ষ্যপূরণে অবিচল। জীবনে সাফল্য একটু দেরিতে এলেও তা স্থায়ী হয়। শনিদেব মকর রাশির জাতকদের ধৈর্য ও অধ্যবসায়ের পুরস্কার দেন।
8
10
কুম্ভঃ কুম্ভ রাশিরও অধিপতি শনি। এই রাশির জাতকরা বাস্তববাদী, সমাজিক কাজ করার মানসিকতা থাকে। নতুন চিন্তাভাবনা ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির জন্য শনি তাঁদের পছন্দ করেন। জীবনের কঠিন সময়েও কুম্ভ রাশির জাতকরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেন।
9
10
শনিদেব কাউকে অকারণে কষ্ট দেন না। জ্যোতিষশাস্ত্র বলছে, যাঁরা পরিশ্রম করেন, নিয়ম মানেন এবং সততার পথে চলেন, শনির কৃপা তাঁদের উপর অবশ্যই পড়ে।
10
10
রাশি যাই হোক না কেন, কর্মই শেষ কথা। তবে এই রাশিগুলোর ক্ষেত্রে শনির আশীর্বাদ একটু বেশি বলেই মনে করেন জ্যোতিষীরা।