আজকাল ওয়েবডেস্ক: পতুর্গালে অভিবাসনের পরিকল্পনা ছিল। পরিকল্পনা মাফিকই চলছিল সবকিছু। তারমাঝেই বড় বিপদ। ভিন দেশে অপহরণ ভারতীয় দম্পতি, সঙ্গে তাঁদের খুদে সন্তান। পরিবারের অভিযোগ তেমনটাই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গুজরাটের মেহসানা জেলার এক দম্পতি এবং তাদের তিন বছরের মেয়েকে লিবিয়ায় অপহরণ করা হয়েছে এবং বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে, মেহসানার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, কিসমতসিংহ চাভদা, তাঁর স্ত্রী হিনাবেন এবং তাঁদের মেয়ে দেবাংশি বাদলপুরা গ্রামের বাসিন্দা। ২৯ নভেম্বর আহমেদাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় পরিবার। পর্তুগাল-ভিত্তিক একজন এজেন্টের সহায়তায় দেশ ভ্রমণের সময় বেনগাজিতে আটক করা হয়। অভিযোগ, সেখানেই অপহরণ করে আটকে রাখা হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের পর্তুগাল ভ্রমণের পর, মূলত সেই দেশেই স্থায়ী বসবাসের পরিকল্পনাও ছিল। সেই কারণেই সে দেশের ব্যক্তিকেই ভ্রমণ-সহ অন্যান্য কাজের মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেছিল। কিন্তু সেসব পরিকল্পনা সফল হওয়ার অনেক আগেই, লিবিয়াতেই ওই দম্পতিকে এবং তাঁদের সন্তানকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের। 

অপহরণকারীরা মেহসানায় পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে, তাদের মুক্তির জন্য ২ কোটি টাকা দাবি করেছে। মেহসানার কালেক্টর এসকে প্রজাপতি জানিয়েছেন, চাভদার আত্মীয়রা শুক্রবার তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনাটি জানার পরেই তিনি রাজ্য সরকার এবং বিদেশ মন্ত্রককে সম্পূর্ণ বিষয় জানিয়েছেন। কর্তৃপক্ষ কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করছে। পরিবারটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

অপর এক সূত্রের তথ্য, ওই দম্পতি এবং খুদের প্রাথমিক গন্তব্য ছিল কিসমতসিংহের ভাইয়ের বাড়ি। তেমনটাই জানিয়েছেন আত্মীয়রা। যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বারে বারে ভারতীয়রা কর্মসূত্রে কিংবা ভ্রমণের উদ্দেশে বাইরের দেশে গিয়ে নানা বিপদের সম্মুখীন হয়েছেন। কর্মক্ষেত্রে বাইরের দেশে গিয়ে বিপদ এবং ভারতীয়দের মৃত্যুর ঘটনাও সাম্প্রতিক সময়ে একাধিক। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছরেরই এক ঘটনা। এই বছরের শুরুর দিকে, জুলাই মাসে, নাইজারের দোসো অঞ্চলে রঞ্জিত সিং নামে এক ভারতীয়কে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করে। রঞ্জিত মূলত ভারত থেকে ওই নির্দিষ্ট অঞ্চলে গিয়েছিলএন কর্মসূত্রে। বন্দুকধারীরা আরও দুই ভারতীয়কে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে সেই সময়।

রঞ্জিত সিং কে? রঞ্জিত আদতে এই দেশের বাসিন্দা। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বাসিন্দা। নাইজারের স্থানীয় সংবাদমাধ্যম ঘটনা প্রসঙ্গে জানিয়েছিল যে, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে দোসোতে একটি নির্মাণ স্থানে পাহারারত সেনাবাহিনীর একটি ইউনিটে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। ফের বিদেশের মাটিতে ভারতীয়দের অপহরণের অভিযোগ উঠেছে।