‘ধূমকেতু’ জ্বরে কাবু বাংলা ছবিপ্রেমী দর্শক। হই হই করে ছবির প্রচার হচ্ছে। ১৩ বছর পর ফের দেব-শুভশ্রীর পুরনো রসায়ন চাক্ষুষের অপেক্ষা ফুরিয়ে এল প্রায়। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে ‘ধূমকেতু’। এই আবহেই পরিচালক কৌশিক  গাঙ্গুলির মুখোমুখি আজকাল ডট ইন। ধূমকেতু নিয়ে তাঁর ভাবনা, উচ্ছ্বাস এবং আবেগ নিজের অঅনুকরণীয় ভঙ্গিতে ভাগ করে নিলেন কৌশিক।