গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় এদিন হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা গেছে। গোটা অঞ্চলজুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় ছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যায়নি বলে জানিয়েছে হাওয়া অফিস।
2
5
উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থেকে উল্লেখযোগ্যভাবে কম। দক্ষিণবঙ্গেরও একাধিক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। রাজ্যের বাকি অংশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের দিকেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
3
5
সোমবার দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। আর পার্বত্য উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
4
5
রবিবার খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আশেপাশেই থাকবে তাপমাত্রা। শুক্রবারের এবং শনিবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়লেও, তা স্বাভাবিকের চেয়ে কমই রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
5
5
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী সাত দিনে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে আগামীকাল থেকে রাজ্যে সকালের দিকে কুয়াশার পরিমাণ বাড়বে। কুয়াশার পরিমাণ বাড়ার ফলে কমবে দৃশ্যমানতা, ফলে রাজ্যবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।