আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যে জেলায় জেলায় বিডিও অফিসগুলিতে ভিড় জমালেন প্রচুর মানুষ।
অনেকেই অনলাইনে ভোটার তালিকায় নিজের নাম একবার দেখার পর নিশ্চিত হতে বিডিও অফিসে টাঙানো তালিকায় তাঁর নিজের নাম রয়েছে কি না তা দেখতে এসেছেন। আবার অনেকেই মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সড়গড় না হওয়ায় বিডিও অফিসে টাঙানো ভোটার খসড়া তালিকায় নিজের নাম দেখতে অফিসে ভিড় জমালেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন ভোটারের নাম থাকার কথা।
মঙ্গলবার ভোটার তালিকায় নিজের নাম দেখে নিতে ভিড় জমেছে মুর্শিদাবাদ জেলার বিডিও অফিসগুলিতেও। এই জেলার লালগোলার তৃণমূল বিধায়ক তথা দলের বিএলএ-১ মহম্মদ আলি বলেন, 'খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বহু মানুষ এখন অনলাইনে দেখে নিতে পারছেন না ভোটার তালিকায় তাঁর নিজের বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না। যদি কোনও ব্যক্তির নাম 'টেকনিক্যাল' কারণে বাদ যায় তাহলে তাঁরা ৬ নম্বর ফর্ম পূরণ করে বিএলও-র কাছে জমা দিয়ে নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করার আবেদন করতে পারেন। এর পাশাপাশি নতুন ভোটার হিসেবে যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে চান তাঁদেরকেও ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে।'
তিনি জানান, 'বিএলও-র ত্রুটির কারণে বা অন্য কোনও কারণে মুর্শিদাবাদ জেলায় বৈধ কোনও ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কি না সেই তথ্য এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি। সমস্ত তথ্য খতিয়ে দেখার কাজ চলছে।'
রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, 'এই ব্লকে বিডিও অফিস এবং দু'টি পঞ্চায়েত অফিসে ভোটার তালিকা থেকে কোনও বৈধ ব্যক্তির নাম বাদ গেলে তার শুনানি হবে। আমাদের দলের বিএলও-২ রা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কি না তার খোঁজ নেওয়া শুরু করেছেন। যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে তাহলে দলের তরফ থেকে বিএলএ-২ রা শুনানির জন্য তাঁদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে সাহায্য করবেন।'
অন্যদিকে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না তা দেখার জন্য মঙ্গলবার দুপুর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিডিও অফিসে জড়ো হচ্ছেন প্রচুর মানুষ। তাঁদের মধ্যে অনেকেই জানিয়েছেন, মোবাইল ফোন বা কম্পিউটারে সড়গড় না হওয়ার জন্য সেখানে নিজেদের নাম দেখতে পাচ্ছেন না। সেই কারণে বিডিও অফিসে তাঁরা তালিকা দেখতে এসেছেন।
রঘুনাথগঞ্জ শহরের মাকেঞ্জি পার্ক এলাকার বাসিন্দা টুম্পা হালদার বলেন, 'খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন সংবাদমাধ্যমে এই নিয়ে প্রচুর প্রতিবেদন দেখেছি। নিজের সংশয় দূর করার জন্য আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর ভোটার তালিকায় নাম রয়েছে কি না তা স্বচক্ষে দেখার জন্য বিডিও অফিসে হাজির হয়েছি।'
পার্থ মজুমদার নামে অপর এক ব্যক্তি বলেন, 'মঙ্গলবার যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে কেবলমাত্র বৈধ ভোটারদের নাম রয়েছে, না যাদের নাম বাদ পড়েছে সেই ব্যক্তিদের নাম রয়েছে তা দেখার জন্য আমি বিডিও অফিসে হাজির হয়েছি।'
মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-১ ব্লকের বিডিও সুবীর দাস নিজের অফিসে ভোটার তালিকা টাঙিয়ে দেওয়ার পর প্রচুর মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সূত্রের খবর, জঙ্গিপুর বিধানসভা এলাকায় খসড়া ভোটার তালিকায় প্রায় ১১,৭৫০ জন ব্যক্তির নাম বাদ পড়েছে।
