ইউরোপের বাজারে মঙ্গলবার সকালের লেনদেনে সোনার দাম কিছুটা চাপের মুখে পড়ে অনেকটা নিচে নেমে এসেছে। স্বল্পমেয়াদি ফিউচার্স ট্রেডারদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং দুর্বল লং লিকুইডেশনের কারণে হলুদ ধাতুটির গতি কমেছে।
2
9
পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার অগ্রগতির ফলে সোনার চাহিদা কিছুটা কমিয়ে দিয়েছে। এটি সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
3
9
তবে সোনার সম্ভাব্য দরপতন সীমিত সময়েই জন্যেই হতে পারে। কারণ, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে চলতি বছরে তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে এবং ২০২৬ সালেও অতিরিক্ত হার কমানোর ইঙ্গিত দিয়েছে।
4
9
এদিকে মার্কিন সরকারের আংশিক শাটডাউনের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হয়েছে। বিশেষ নজরে রয়েছে মার্কিন নন-ফার্ম পে-রোলস রিপোর্ট।
5
9
এই প্রতিবেদনটি মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে এবং ভবিষ্যৎ সুদের হার নীতির দিকনির্দেশনা স্পষ্ট করতে পারে। যদি শ্রমবাজারে মন্থরতার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে ফেডের আরও হার কমানোর প্রত্যাশা জোরদার হবে, যা সোনার দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
6
9
মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাশিয়ার যুদ্ধ অবসানের একটি চুক্তি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে এবিষয়ে আমেরিকা কী চিন্তাভাবনা করছে তার ওপরও অনেকটা সোনার দাম নির্ভর করছে।
7
9
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, গত সপ্তাহের সুদ কমানোর পর আগামী বছরের জন্য মুদ্রানীতি ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে ফেড গভর্নর স্টিফেন মিরান বলেন, বর্তমান নীতি এখনও অতিরিক্ত কড়াকড়ি অবস্থায় রয়েছে।
8
9
প্রযুক্তিগত দিক থেকে দেখলে, চার ঘণ্টার চার্টে সোনার সামগ্রিক প্রবণতা এখনও ইতিবাচক রয়েছে। ফলে ২০২৫ সালের পর ২০২৬ সালেও সোনার দামে বেশ খানিকটা গতি দেখা যাবে।
9
9
২০২৫ সাল দেখিয়েছে কীভাবে সোনার দাম ১ লাখ ৩০ হাজার পার করেছে। এবার ২০২৬ সাল সোনাকে ২ লাখ বা তার বেশিতে কত দ্রুত পার করাবে সেটাই দেখার।