মরুভূমি। রুক্ষ-শুষ্ক। তবু মানুষের মরুভূমি নিয়ে কৌতূহলের শেষও নেই। বহু মানুষ ঘুরতে যান মরুভূমির বুকেই।
2
6
সাধারণ মানুষ মরুভূমি বলতে কী বোঝেন? কেবল যেদিকে দু'চোখ যায় বালি আর বালি। তীব্র গরম। চরম শৈত্যপ্রবাহ।
3
6
কিন্তু শুধু কি এটুকুই? জানেন কি মরুভূমির বালি কেবল ঝড়ে ওড়ে না, গানও গায়। তথ্য, এই বিশ্বে এমন একাধিক মরুভূমি রয়েছে, যেখানে স্যান্ড ডিউন বা বালির পাহাড় থেকে বালি উড়তে শুরু করলেই শোনা যার রিনরিণে সুর। যদিও সব বালির পাহাড় থেকে এই সুর শোনা যায় না।
4
6
বাদাইন জারান মরুভূমি: বিশ্বের সবচেয়ে উঁচু বালির টিলাগুলি এখানেই। যার মধ্যে কিছু জায়গায় বালি উড়তে শুরু করলেই নাকি নিম্ন-ফ্রিকোয়েন্সি ড্রামের মতো শব্দ শোনা যায়।
5
6
নামিব মরুভূমি, নামিবিয়া: এখানে, টিলাগুলি থেকে ঝড়ের সময় যে শব্দ তৈরি হয়, ১০ কিলোমিটার দূর থেকেও তা শোনা যায়।
6
6
ডানহুয়াং (মিংশা শান), চীন: গান গাওয়া বালির পাহাড় বলেই পরিচিত সেখানকার বিস্তীর্ণ এলাকা। শোনা যায়, উটে চেপে ওই এলাকা দিয়ে পেরিয়ে যাওয়ার সময়, ভ্রমণকারীরা বাঁশির মতো শব্দ শুনতে পেতেন।