স্বস্তির হাওয়া টলিউডে। আর হিন্দি ছবির দাপটে কোণঠাসা হবে না বাংলা। রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে সারা বছর ধরে বাংলা ছবির (৩৬৫ দিন) প্রাইম টাইম শো/স্ক্রিনিং বাধ্যতামূলক। দীর্ঘ সময় ধরে বলিউডের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির অসম প্রতিযোগিতা নিয়ে সরব ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নায়িকা।
