ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল দিল্লি। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার ভোরেও এক চিত্র শহরের চারিদিকে। কনকনে ঠান্ডার আবহে কুয়াশার দাপটে ফের ভোগান্তি বাড়ল রাজধানীতে।
2
6
বৃহস্পতিবার ভোরেও দিল্লিতে ঘন কুয়াশা। যার জেরে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভোর থেকে একগুচ্ছ বিমান ওঠানামায় দেরি হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচলেও দেরি হচ্ছে বলে জানা গেছে।
3
6
আজ সকালেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে কমপক্ষে ৪০টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। দিনভর বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। যার জন্য আগেভাগেই যাত্রীদের সতর্ক করা হয়েছে।
4
6
পাশাপাশি ২২টি ট্রেন চলাচলেও দেরি হয়েছে এদিন। অধিকাংশই দূরপাল্লার ট্রেন। ১৩২৫৭ আনন্দ বিহার টার্মিনাস জনসাধারণ এক্সপ্রেস ১২ ঘণ্টা দেরিতে চলছে।
5
6
২২৪৩৫ নিউ দিল্লি বন্দেভারত এক্সপ্রেস প্রায় ৯ ঘণ্টা দেরিতে চলছে। ১৪২০৭ পদ্মাবত এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরিতে চলছে। যাত্রীদের আগেভাগেই সতর্ক করা হয়েছে এ বিষয়ে।
6
6
বৃহস্পতিবার সকালে আরকে পুরমে বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৩৭৪। যা 'অত্যন্ত খারাপ' পর্যায়ে রয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকায় এতদিনেও বাতাসের গুণগত মান উদ্বেগজনক।