আগামী শুক্রবার, ১৯ ডিসেম্বর বছরের শেষ অমাবস্যা। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু জ্যোতিষশাস্ত্রে। জীবনে যদি নানা রকমের বাধা, বিপত্তির সম্মুখীন হয়ে থাকেন, সাফল্য পেতে গিয়েও হাতছাড়া হয়, অর্থাভাবে ভুগে থাকেন তাহলে পৌষ অমাবস্যার দিন করুন এই সহজ টোটকাগুলো। দূর হবে পিতৃ দোষ, অন্যান্য জটিলতা। পাবেন পূর্বপুরুষদের আশীর্বাদ। ছবি- সংগৃহীত
2
9
১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে সমস্ত টোটকা পালন করবেন। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে পালন করুন এই প্রথম টোটকা। এর জন্য একটি লবঙ্গ, একটা কর্পূর এবং একটু হলুদ একটি প্রদীপে নিয়ে জ্বালিয়ে দিন। এতে নেতিবাচকতা দূর হবে। তারপর পুজো দিয়ে, ধূপ, ধুনো জ্বালিয়ে আমন্ত্রণ জানান দেবী লক্ষ্মীকে। ছবি- সংগৃহীত
3
9
সন্ধ্যাকাল অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে অবশ্যই এদিন একটি প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সিংহাসনের সামনে। এছাড়া, সকালে স্নান করে ওঠার পরও পুজোতে বসে একটি প্রদীপ জ্বালাবেন। এতে দেবীর আশীর্বাদ পাবেন। ছবি- সংগৃহীত
4
9
পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে চাইলে তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সঙ্গে তাতে দিয়ে দিন কিছু কালো তিল, অক্ষত অর্থাৎ ভাঙা নয়, গোটা এমন কিছু চাল, একটা বা দু'টো সাদা অথবা হলুদ ফুল। ছবি- সংগৃহীত
5
9
বাড়ির মূল দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায়। এতে কুনজর, কেউ কালা জাদু করে থাকলে তার প্রভাব দূর হবে। নেতিবাচকতা কেটে যাবে। এই প্রদীপ জ্বালানোর সময় খেয়াল রাখবেন যাতে আগুনের শিখা বাড়ির দিকে মুখ করে রাখা থাকে। ছবি- সংগৃহীত
6
9
পিতৃদোষ কাটাতে চাইলে, পরিবারের কর্ম ঠিক করার জন্য বট গাছের তলায় একটা প্রদীপ জ্বালাবেন। তবে খেয়াল রাখবেন প্রদীপ জ্বালানোর আগে বা পরে গাছ স্পর্শ করবেন না। ছবি- সংগৃহীত
7
9
তুলসী গাছের পাশে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 'ওম নমঃ ভগবতে বসুদেবায় নমঃ' জপ করুন ১১ বার। এতে রাহু কেতুর ক্রুর দৃষ্টির প্রভাব কেটে যায়। জীবনে শান্তি আসে। ছবি- সংগৃহীত
8
9
সাফল্য ধরা দিতে গিয়েও হাত ফসকে যাচ্ছে? হওয়া কাজ আটকে যাচ্ছে? বাড়ির উত্তর দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান, এবং মনে মনে তিনবার বলুন, 'যে নেতিবাচকতা রয়েছে, বাধা সৃষ্টি করছে, যা আমার উন্নতি, সাফল্যে বাধা তৈরি করছে সেটা আজ রাতেই দূর করো। আমার জীবনে আলো, সাফল্য, ইতিবাচকতায় ভরিয়ে দাও।' ছবি- সংগৃহীত
9
9
অর্থাভাব দূর করে, ঈশ্বরের আশীর্বাদ পেতে চাইলে, সংসারের শ্রীবৃদ্ধি কামনা করলে খাঁটি ঘিয়ের একটি প্রদীপ জ্বালান ঠাকুরের সিংহাসনের সামনে। ১০৮ বার জপ করুন ওম নমঃ শিবায় বা ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ছবি- সংগৃহীত