আজকাল ওয়েবডেস্ক: এসআইআর, এনআরসি এসব নিয়ে এই মুহূর্তে গোটা দেশেই তুঙ্গে চর্চা। কী হবে? কী হবে না? রাজনৈতিক দলগুলি নিজেদের বক্তব্য রাখছেন কর্মী সমর্থকদের উদ্দেশে। কেউ বোঝাচ্ছেন, নাগরিকত্ব যেতে দেবেন না। কেউ বলছেন নাগরিকত্ব রাখতে কী করতে হবে। মূল কথা, আলোচনা নাগরিকত্ব থাকবে, নাকি থাকবে না সেসব নিয়ে। এসবের মাঝেই উঠে এসেছে চমকে ওঠা তথ্য। তথ্য, প্রতি বছর ভারত থেকে বিপুল অঙ্কের বৈধ দেশবাসী চলে যাচ্ছেন, অন্য দেশে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রের পরিসংখ্যান, মোদি জমানাতেই প্রতি বছর প্রায় দু'লক্ষ বৈধ ভোটার দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। তথ্য, পাঁচ বছরে, প্রায় ন' লক্ষ ভারতীয়রা দেশ ছেড়ে, অন্য দেশের বাসিন্দা হয়েছেন। ১৪ বছরে দেশত্যাগের সংখ্যা ২০ লক্ষ। বৈধ ভারতীয়দের দেশ ছেড়ে যাওয়ার সংখ্যা সর্বোচ্চ মাত্রায় গিয়েছে ২০২২ সাল থেকে। সেই সময় থেকে, অরতি বছর বৈধ ভারতীয়দের দেশত্যাগের সংখ্যা বছরে প্রায় দু' লক্ষ। তার আগে, এই পরিমাণ কম ছিল কিছুটা।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক এই তথ্য জনিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লোকসভায় লিখিত প্রশ্নের জবাবেই, বিদেশ মন্ত্রক জানিয়েছে, বেশিরভাগ মানুষই ব্যক্তিগত সুবিধার কারণে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সাম্প্রতিককালে দেশের নাগরিকদের উচ্চশিক্ষা, ভাল চাকরি-সহ নানা কারণেই দেশ ছেড়ে, বিদেশে স্থানান্তরিত হওয়ার প্রবণতা বেড়েছে। কেন্দ্রের দেওয়া তথ্যে সেই পরিসংখ্যানই এসেছে সামনে।
কোন বছরে, দেশের কত বৈধ বাসিন্দা দেশ ছেড়েছেন-
২০২০ সালে- ৮৫.২৫৬ জন
২০২১সালে- ১,৬৩,৩৭৯ জন
২০২২সালে- ২,২৫,৬২০ জন
২০২৩সালে- ২,১৬,২১৯ জন
২০২৪সালে- ২,০৬,৩৭৮ জন।
তথ্য, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত, অর্থাৎ এই দশ বছরের সময়সীমায় ভারত থেকে গড়ে ১ লক্ষ ২০ হাজার - ১ লক্ষ ৪৫ হাজার বৈধ ভারতীয় নানা কারণে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই ঘটনাকে মূলত বলা হয়ে থাকে 'ব্রেন ড্রেন'। উল্লেখ্য, যে কোনও দেশের ক্ষেত্রে এই বিপুল হারে জনগণের দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসবাস শুরু করার বিষয়টি চিন্তার, উদ্বেগের। স্বভাবিকভাবেই ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেতেও এই 'ব্রেন ডেরন', এই দেশ ত্যাগের প্রবণতা উদ্বেগের বলেই মত ওয়াকিবহাল মহলের।
