ভৌতিক কাণ্ডের সাক্ষী হতে চলেছে টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রি। ভৌতিক, থ্রিলার ঘরানার ছবিতে এবার এক হতে চলেছে দুই ইন্ডাস্ট্রি। প্রথমবার একফ্রেমে দেখা যেতে চলেছে কৌশিক গাঙ্গুলি ও কেকে মেননকে। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবাশিস রায়। এই ভৌতিক ঘটনার ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন শীর্ষ রায়। এটাই শীর্ষের প্রথম পরিচালনা। সিনেমাটোগ্রাফার হিসেবে ব্যাপক পরিচিতি শীর্ষ-এর। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর।
হিন্দি ছবির মাধ্যমেই প্রথম পরিচালনা শুরু করেছেন শীর্ষ। ইতিমধ্যেই মুম্বইয়ে শুটিং সেরেছেন তিনি। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি বলে খবর। জানা যাচ্ছে, আগামী বছরেই মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেখা যাবে আরও বলি তারকাদের।
সূত্রের খবর, ভৌতিক ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ভূতের উপদ্রবের সঙ্গে থাকবে টানটান উত্তেজনাও। গল্পের মোড়ে উন্মোচিত হবে এক রহস্যও। এদিকে, প্রথমবার কৌশিক গাঙ্গুলি ও কেকে মেননকে একফ্রেমে ধরার উপলব্ধিও দারুণ পরিচালকের। তবে এই মুহূর্তে এই ছবি নিয়ে তেমন একটা কথা বলতে নারাজ তারকারা।
এই ছবির হাত ধরেই বাংলার সঙ্গে পরিচয় হতে চলেছে কেকে মেননের। অন্যদিকে, কৌশিক গাঙ্গুলিকেও দর্শক পেতে চলেছেন একেবারে ভিন্ন অবতারে। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবাশিসও। দেবাশিসকে দর্শক দেখেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম'-এ। ছবিতে রাপ্পার সঙ্গী 'টনি'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি।

আগামীতে দেবাশিসকে দেখা যেতে চলেছে জিৎ চক্রবর্তীর পরিচালনায় 'বাবা' ছবিতে। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। একজন বাবা ও তার সন্তানের গল্প বলবে ছবিটি। এদিকে, এই প্রথমবার খলনায়কের চরিত্রে দেখা মিলবে দেবরাজ ভট্টাচার্যের। দেবরাজের সঙ্গী হিসেবে দেখা মিলবে দেবাশিসেরও। এই প্রথমবার তাঁকেও খল চরিত্রে দেখা যেতে চলেছে। সব মিলিয়ে আগামী বছর আসতে একাধিক নতুন ছবি। আর সেই ছবিগুলোতেই থাকছে নিত্য নতুন চমক।
