আজকাল ওয়েবডেস্ক: ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটিতে দলে নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

কলকাতায় অজি তারকা ক্যামেরন গ্রিনের পাশাপাশি রয়েছেন রাজনীতিবিদের ছেলেও।  যা নিয়ে চর্চা চলছে খুব। 

৩০ লক্ষ টাকার বিনিময়ে কলকাতা এবার নিয়েছে ২৯ বছরের সার্থক রঞ্জনকে। 

তাঁর বাবা রাজেশ রঞ্জন ছ'বারের সাংসদ। মা রঞ্জিত রঞ্জন তিন বারের সাংসদ। 

সাংসদ মা-বাবার ছেলে এবার নাইটদের জার্সিতে আইপিএল মাতাবেন। 

ঘরোয়া ক্রিকেটে সার্থক রঞ্জন দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন। দিল্লির হয়ে তিনি এখনও পর্যন্ত খেলেছেন দু'টি প্রথম শ্রেণির ম্যাচ, চারটি লিস্ট এ ও পাঁচটি টি-টোয়েন্টি। 

রাজনীতিবিদদের সন্তান হওয়ার সমস্যা রয়েছে। প্রতি পদক্ষেপে তাঁদের শুনতে হয়, প্রভাবশালী মা-বাবার সাহায্য পেয়েছেন। 

নিলামে দল পাওয়ার পরে সার্থকের বাবা রাজেশ রঞ্জন পোস্ট করেছেন, ''অভিনন্দন বেটা। জমিয়ে খেলো আর নিজের প্রতিভা দিয়ে নিজের পরিচয় তৈরি করো। নিজের চাওয়া-পাওয়া পূরণ করো। এবার সার্থকের নামে হবে আমাদের পরিচয়।'' 

প্রভাবশালী মা-বাবার পরিচয় একসময়ে সার্থকের ক্রিকেটে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পিছনে ফিরে তাকালে তা পীড়াদায়ক সার্থক রঞ্জনের ক্ষেত্রে। অনেকেই মনে করতেন মা-বাবার প্রভাব খাটিয়ে খেলে চলেছেন সার্থক। 

?ref_src=twsrc%5Etfw">December 16, 2025

এর জন্য মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছিল সার্থককে। সে সব অন্ধকারময় সময় কাটিয়ে উঠে সার্থক এখন ভারতীয় ক্রিকেটে আলো ছড়িয়ে যেতে চান। মা-বাবার প্রভাব তাঁর জীবনে, এই অপবাদ দূর করতে চান তিনি। 

বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া তাঁর পছন্দের। এই দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে স্ট্রাইক রোটেট করা, বিশাল সব ছক্কা আর বাউন্ডারি হাঁকানো শিখেছেন সার্থক। বোলারকে চাপে ফেলা শিখেছেন ২৯ বছরের নব্য নাইট। খেলা চলাকালীন পরিকল্পনা করাও শিখেছেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার থেকে। আসন্ন আইপিএলে সার্থক রঞ্জনকে এভাবে খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।