কন্নড় চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোক। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর সহ-পরিচালক কীর্তন নাদাগৌড়ার চার বছরের ছেলে চিরঞ্জীবী সোনার্শ কে. নাডাগৌড়ার মর্মান্তিক মৃত্যু।
এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে তিন দিন আগে। জানা গিয়েছে, বাবা-মায়ের অজান্তেই ছোট্ট সোনার্শ একটি লিফটে ঢুকে পড়ে। পরে সে লিফটের ভিতরেই আটকে যায় এবং দুর্ঘটনাবশত নিচে পড়ে গুরুতর আঘাত পায়। দ্রুত উদ্ধারকাজ চালানো হলেও শেষরক্ষা করা যায়নি।
ছেলের মৃত্যুর খবরটি কীর্তন নাদাগৌড়া নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই দুঃখজনক ঘটনার পর অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণও শোকপ্রকাশ করেন। এক্স (পূর্বের টুইটার)-এ তিনি লেখেন, ‘পরিচালক শ্রী কীর্তন নাদাগৌড়া কুমারের পুত্রের প্রয়াণ আমাদের গভীর শোকের মধ্যে ফেলেছে। তেলুগু ও কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক কীর্তন নাদাগৌড়ার পরিবারে নেমে আসা এই বিপর্যয় আমাদের সকলকে ব্যথিত করেছে। তাঁর পুত্র চিরঞ্জীবী সোনার্শ কে. নাদাগৌড়ার অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।’
পবন কল্যাণ আরও লেখেন, এই অপূরণীয় ক্ষতি সামলানোর জন্য কীর্তন এবং তাঁর স্ত্রী সমৃদ্ধিকে মানসিক শক্তি দেওয়ার প্রার্থনা করছেন তিনি।
ছেলের মৃত্যুর আগে কীর্তনের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি ছিল ২০২৪-এর ২ নভেম্বর। সেখানে হ্যালোইন উপলক্ষে ছোট্ট সোনার্শের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবিতে হ্যালোইন কস্টিউমে সেজে থাকা সোনার্শের গায়ে ব্যান্ডেজ, তার উপর মাকড়সার নকশা এবং হাতে একটি জ্যাক-ও-ল্যান্টার্ন দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘হ্যালোইন ২০২৪’।
এই ছবি ফের সামনে আসতেই শোকপ্রকাশে ভরে যায় কমেন্ট বক্স। অনুরাগী ও শুভানুধ্যায়ীরা পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেই পাঁচ বছরে পা দিয়েছিল সোনার্শ। ২০২৩ সালে তার জন্মদিনে কীর্তনের স্ত্রী সমৃদ্ধি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। সেই স্মৃতিই রয়ে গেল। কীর্তন এবং তাঁর পরিবারের জীবনে নেমে এল এক অপূরণীয় শূন্যতা।
কীর্তন নাদাগৌড়া কন্নড় চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। এবং একাধিক ছবিতে কাজ করেছেন। প্রশান্ত নীলের সঙ্গে সেকেন্ড ইউনিট এবং সহ-পরিচালক হিসাবে ‘কেজিএফ’ সিরিজ এবং ‘সালার’-এ কাজ করার মাধ্যমেই তিনি বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।
এর পাশাপাশি কীর্তন তেলুগু ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসাবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। মিথ্রি মুভি মেকার্স ও প্রশান্ত নীলের প্রযোজনায় একটি হরর ছবির মাধ্যমে তাঁর তেলুগু ডেবিউ হওয়ার কথা ছিল। গত মাসেই সেই ছবির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল।
