আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার অরুণাচল প্রদেশের একটি নির্মীয়মান বাঁধে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধস ব্যাপক প্রভাবিত করেছে ২হাজার মেগা ওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পকে। তার জেরে এবার বিক্ষোভ অসমে। মেগা প্রজেক্টে প্রভাব ফেলার সঙ্গেই অসমের সুবানসিরি নদীতে জলপ্রবাহের গতিও হ্রাস পেয়েছে। সিকিমের বাঁধ বিপর্যয় এই মুহূর্তে ভাবাচ্ছে অসমের মানুষকে। মেঘ ভাঙা বৃষ্টি বাঁধ ফেটে প্রবল বন্যা, এবং বহু মানুষের মৃত্যুর ভয়াবহ পরিস্থিতির রেশ কাটেনি এখনও। সেই আতঙ্কই এখন জাঁকিয়ে বসেছে অসমের মানুষের মনে। সাধারণ মানুষজন নদীর জলস্তরের ওপর নজর রাখছেন। জলপ্রবাহ কমে যাওয়ায় যে কোনও মুহূর্তে জল রাস্তায় উঠে আসার আশঙ্কা বাড়ছে। বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন না তাঁরা।
