যশরাজ ফিল্মসের জনপ্রিয় মর্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে আরও একবার শক্ত হাতে আইন সামলাতে ফিরছেন রানি মুখোপাধ্যায়। এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে তাঁকে আগেও দেখা গিয়েছে একাধিক ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে লড়াই করতে। তবে মর্দানি ৩-এ তাঁর সামনে যে চ্যালেঞ্জ, তা আগের সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে।
2
8
ছবির ট্রেলার থেকেই স্পষ্ট, এবারের অভিযানে শিবানী তদন্ত করছেন নিখোঁজ শিশুদের একটি ভয়ঙ্কর মামলার। সমবয়সি একাধিক কিশোরী রহস্যজনকভাবে অপহৃত হচ্ছে।
3
8
তদন্ত যত এগোয়, ততই সামনে আসে এক ভয়ঙ্কর মানবপাচার চক্রের শিউরে ওঠা অস্তিত্ব। আর সেই চক্রের মাথায় রয়েছে এক রহস্যময় ও নির্মম নারী। নাম, ‘আম্মা’। এই গুরুত্বপূর্ণ এবং ভয় ধরানো খলনায়কের চরিত্রেই দেখা যাবে অভিনেত্রী মল্লিকা প্রসাদকে।
4
8
ট্রেলার মুক্তির পর থেকেই মাল্লিকা প্রসাদকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। খুব কম সময়ের উপস্থিতিতেই তাঁর চরিত্র দর্শকের মনে কৌতূহল ও আতঙ্ক দুটোই তৈরি করেছে। শিশুপাচার চক্রের মাথা হিসেবে তাঁর অভিনয় কতটা ভয়ঙ্কর হতে চলেছে, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
5
8
বেঙ্গালুরুতে জন্ম মল্লিকা প্রসাদের। তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, একইসঙ্গে পরিচালক, শিক্ষাবিদ ও থিয়েটার শিল্পী। লন্ডনের গোল্ডস্মিথস কলেজ থেকে পারফরম্যান্স মেকিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন।
6
8
১৯৯৯ সালে ‘কানোরু হেগ্গাদিথি’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। ২০০১ সালে গুপ্তগামিনী ছবিতে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। কন্নড় ছবির দর্শকদের কাছে মল্লিকা প্রসাদ সুপরিচিত মুখ। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে মুসাঞ্জয়া কথা প্রসঙ্গ, গর্ব ও মাঘা ময়ূরী।
7
8
ওয়েব সিরিজ দ্য কিলার স্যুপ-এ কঙ্কণা সেন শর্মা ও মনোজ বাজপেয়ীর সঙ্গে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। পাশাপাশি, তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ফর মাই এলা সুন্দরবন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং এলএ ইন্ডি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান অর্জন করেছে।
8
8
অভিরাজ মিনাওয়ালা পরিচালিত মর্দানি ৩-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জানকি বোদিওয়ালাও। আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই প্রতীক্ষিত ছবি।