আজকাল ওয়েবডেস্ক: যে সাপ কামড়েছে, সেটিকেই জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে হাসপাতালে এলেন যুবক। এমনকী জ্যাকেট খুলে সেই দেড় ফুটের সাপটিকে বের করেও দেখালেন অবলালীলায়! ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার।

পিটিআই চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট নীরজ আগরওয়াল জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা দীপক (৩৯) সোমবার সাপের কামড়ের শিকার হন এবং অ্যান্টি-ভেনম ইনজেকশন নেওয়ার জন্য হাসপাতালে আসেন। তিনি বলেন, "অন্য রোগীদের জীবন বিপন্ন করতে পারে বলে, রোগীকে সাপটিকে বাইরে রেখে আসতে বলা হয়েছিল।"

পেশায় ই-রিক্সা চালক দীপক ব্যাটারি আনতে বৃন্দাবন যাচ্ছিলেন, তখনই মথুরা ও বৃন্দাবনের মাঝে পিএমবি পলিটেকনিক কলেজের কাছে একটি সাপ তাঁকে কামড় দেয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দীপক বলেন, "আমি বৃন্দাবন থেকে এসেছি। আমি গত আধা ঘণ্টা ধরে মথুরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করছি। সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ন্যূনতম সুবিধাও নেই। আমি বাধ্য হয়ে রাস্তায় ধর্না দিয়েছি।"

জ্যাকেটের পকেটে না রেখে সাপটিকে ফেলে দেওয়ার জন্য দীপককে অনুরোধ করেন পথচারীরা। পরে চিকিৎসকরা পুলিশকে খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দীপককে শান্ত করে এবং সাপটিকে একটি বাক্সে ভরে রাখে।

পরে চিকিৎসকরা জানান, দীপকের চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ পরে বলেন, সাপটি দীপকেরই ছিল বলে সন্দেহ করা হচ্ছে।