আজকাল ওয়েবডেস্ক: বয়স্ক বাবা-মা'কে না দেখলে এবার কঠোর সাস্তির মুখে পড়তে হবে রাজ্য সরকারি কর্মীদের। রীতিমত আইন আনার পরিকল্পনা করা হচ্ছে, তেলেঙ্গানা সরকারের বাবনা এমনই।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন যে, কিছু প্রবীণ নাগরিক তাঁদের সন্তানদের দ্বারা অবহেলিত হচ্ছেন। যা মাথায় রেখে তিনি ঘোষণা করেছেন যে, তাঁর সরকার আসন্ন বাজেট অধিবেশনে এমন একটি আইন আনবে, যার মাধ্যমে যে সমস্ত সরকারি কর্মচারী তাঁদের বাবা-মা'কে অবহেলা করবেন, তাদের বেতন থেকে ১০-১৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং সেই অর্থ বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। তিনি বলেন, "আমরা বলতে পারি যে, যাঁরা তাঁদের বাবা-মায়ের যত্ন নিচ্ছেন না, তাঁরা সমাজের প্রতি তাঁদের দায়িত্ব পালন করছেন না।"
রেবন্ত রেড্ডি আরও বলেন যে, তাঁর সরকার প্রবীণ নাগরিকদের জন্য 'প্রণাম' নামে ডে কেয়ার সেন্টার স্থাপন করছে। এই প্রকল্পের মাধ্যমে বয়স্ক বাবা-মায়ের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, "এটি একটি মানবিক পদক্ষেপ, যাতে আমাদের প্রবীণরা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।"
রেড্ডি আরও ঘোষণা করেন যে, তাঁর সরকার রূপান্তরকামী সম্প্রদায়কে আরও বেশি প্রতিনিধিত্ব দেবে এবং পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পৌর কর্পোরেশনে তাদের জন্য 'একটি কো-অপশন সদস্য পদ সংরক্ষিত' থাকবে।
রেড্ডির দাবি, "আমাদের লক্ষ্য একটি যত্নশীল ও ন্যায়সঙ্গত তেলেঙ্গানা গড়ে তোলা, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।" তিনি আরও বলেন, রাজ্যর সকল নাগরিককে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য সরকার বাজেট অধিবেশনে একটি স্বাস্থ্য নীতি ঘোষণা করবে।
