একদিকে শুল্ক যুদ্ধ। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের মূল্য চোকাতে হচ্ছে ভারতকে, পরপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প। তা নিয়েই টানাপোড়েন। এসবের মাঝেই নয়া আঙ্গিক! আচমকা আমেরিকার দাবি, ভারতই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এমনই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্গিও গোর-এর।
2
8
মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর সোমবার জানিয়েছেন, ভারতকে প্যাক্স সিলিকায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে।
3
8
'প্যাক্স সিলিকা' জোট কী? প্রথমেই বলা যাক, প্যাক্স শব্দটি শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক এখানে, মার্কিন মিশন অনুসারে, সিলিকা বলতে সেই যৌগকে বোঝায় যা সিলিকনে পরিমার্জিত হয়, যা কম্পিউটার চিপ এবং এআই প্রযুক্তির ভিত্তি উপাদান।
4
8
একটি নিরাপদ, স্থিতিশীল এবং উদ্ভাবন-চালিত সিলিকন সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কৌশলগত উদ্যোগ। গত ডিসেম্বরেই ‘প্যাক্স সিলিকা’ তৈরির কথা জানায় আমেরিকা। এর মাধ্যমে মূলত সিলিকন উপত্যকার সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধশালী, নিরাপদ এবং উদ্ভাবনী শক্তিসম্পন্ন হিসাবে গড়ে তুলতে চাইছে ওয়াশিংটন।
5
8
এর মধ্যে থাকবে বিরল খনিজ, অত্যাধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর বা চিপ এবং কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) পরিকাঠামো।
6
8
এই জোটে কোন কোন দেশ থাকছে? থাকছে জাপান, রিপাবলিক অফ কোরিয়া (দক্ষিণ কোরিয়া), সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ব্রিটেন, ইজ়রায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া। এছাড়াও রিপাবলিক অফ চায়না বা তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং কানাডাকে নিয়ে ‘প্যাক্স সিলিকা’ গঠন করতে চলেছে আমেরিকা।
7
8
আমেরিকা কেন প্যাক্স সিলিকা জোট তৈরি করছে? যদি বিংশ শতাব্দী তেল এবং ইস্পাতের উপর নির্ভরশীল, তাহলে একবিংশ শতাব্দী কম্পিউটার এবং খনিজ পদার্থের উপর নির্ভরশীল মূলত।
কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত বিশ্বে তাই জোর এই যোতের উপরে।
8
8
মার্কিন যুক্তরাষ্ট্র প্যাক্স সিলিকাকে "এআই যুগের জন্য নির্মিত অর্থনৈতিক নিরাপত্তা জোট" হিসেবে উপস্থাপন করেছে। এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত এমন একটি বিশ্বে, চিপসের জন্য মৌলিক কাঁচামাল সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মার্কিন মুলুক। আর সেই কারণেই এই জোট মূলত।