বছরের পর বছর ধরে ভারতীয় সিনেমা শুধু গল্প বলেই থেমে থাকেনি বরং সমাজ, সংস্কৃতি আর উৎসবের আবহকে নিপুণভাবে তুলে ধরেছে রুপোলি পর্দায়। তেমনই এক গুরুত্বপূর্ণ উৎসব হল মকর সংক্রান্তি যা ঘুড়ির উড়ান, নতুন শুরুর আশা, সম্পর্কের টানাপোড়েন আর সাংস্কৃতিক গর্বের প্রতীক। বলিউড ও ভারতীয় সিনেমার নানা ছবিতে সংক্রান্তির এই আবহ কখনও এসেছে রঙিন গান হিসেবে, কখনও আবার জীবনের গভীর দর্শনের প্রতীক হয়ে। মকর সংক্রান্তি উপলক্ষে ফিরে দেখা যাক সেই ৭টি সিনেমা, যেখানে উৎসবের মেজাজ হয়ে উঠেছে গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
2
8
হম দিল দে চুকে সনম: সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবির গান ‘ঢিল দে’ আজও মকর সংক্রান্তির অন্যতম সিনেম্যাটিক প্রতীক। সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত এই দৃশ্যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, ছাদের উন্মাদনা আর রঙিন আকাশ মিলিয়ে ফুটে উঠেছে উৎসবের উচ্ছ্বাস। গানের ছন্দ, ভিড়ভাট্টা ছাদ আর ঐতিহ্যবাহী সাজসজ্জা -সব মিলিয়ে সংক্রান্তির প্রাণ যেন জীবন্ত হয়ে ওঠে এই গানের ভিডিওর দৃশ্যে।
3
8
কাই পো চে: অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে ঘুড়ি ওড়ানো শুধুই উৎসব নয়, বরং তিন বন্ধুর স্বপ্ন, বন্ধুত্ব আর ভবিষ্যতের প্রতীক। সংক্রান্তির আকাশে উড়তে থাকা ঘুড়ির সঙ্গে জড়িয়ে থাকে তাদের আকাঙ্ক্ষা, সম্পর্ক আর জীবনের টানাপোড়েন।
4
8
রইস: শাহরুখ খান ও মাহিরা খানের গান ‘উড়ি উড়ি যায়ে’ মকর সংক্রান্তিকে এনে দেয় এক প্রাণবন্ত, রঙিন মাত্রা। ছন্দময় সুর, আনন্দমুখর ভিড় আর ঘুড়ির খেলায় ভরা এই দৃশ্য বলিউডে সংক্রান্তি উদযাপনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
5
8
বীর-জারা: এই ছবিতে লোরি ও মকর সংক্রান্তির ঐতিহ্য একসঙ্গে মিশে যায় আবেগঘন গল্পে। উৎসব, গান আর পারিবারিক আনন্দের আবহে সম্পর্কের উষ্ণতা ফুটে ওঠে অনবদ্যভাবে।
6
8
ইয়ে খুলা আসমান: এই ছবিতে ঘুড়ি ওড়ানো শুধুমাত্র উৎসবের অনুষঙ্গ নয়, বরং জীবনের পাঠ শেখানোর মাধ্যম। ঘুড়ির সুতো ধরে জীবনের নিয়ন্ত্রণ, স্বাধীনতা আর ভারসাম্যের দর্শন উঠে আসে গল্পের কেন্দ্রে।
7
8
আর্থ : গান ‘রুঠ আ গয়ি রে’-তে আমির খান যখন নন্দিতা দাসকে ঘুড়ি ওড়াতে শেখান, তখন সেই দৃশ্যের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের কোমলতা ধরা পড়ে। ঘুড়ির আকাশ এখানে প্রেম ও আবেগের প্রতীক।
8
8
রশ্মি রকেট: এই ছবিতে মকর সংক্রান্তির উৎসবেই প্রথম প্রকাশ পায় রশ্মির অসাধারণ দৌড়ন ক্ষমতা। ঘুড়ি ধরতে দৌড়নো ছোট্ট মেয়েটির দৃশ্য থেকেই শুরু হয় তার ‘রকেট’ হয়ে ওঠার যাত্রা, যা ভবিষ্যতের লড়াই ও আত্মপরিচয়ের ইঙ্গিত দেয়।