‘তওবা তওবা’ গান খ্যাত পাঞ্জাবি গায়ক-ব়্যাপার করণ অওজলার এবার শিরোনামে। তবে কাজের জন্য নয়, বিতর্কের কারণে। এক মার্কিন শিল্পীর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। অভিযোগ, করণ অওজলা নাকি নিজের বিবাহিত পরিচয় গোপন রেখেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
2
9
অভিযোগ তুলেছেন আমেরিকার গায়িকা ও ইনফ্লুয়েন্সার মিস গোরি।
3
9
ইনস্টাগ্রামে ‘মিসগরমিউজিক’ নামের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি দাবি করেছেন, করণ অওজলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও তিনি জানতেন না যে গায়ক ইতিমধ্যেই বিবাহিত।
4
9
এই অভিযোগ ঘিরে নতুন করে আগুনে ঘি ঢেলেছে একটি ভাইরাল রেডিট থ্রেড। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে দাবি করা হয়েছে, মিস গোরি একটি ইনস্টাগ্রাম রিল নিজের স্টোরিতে শেয়ার করেছিলেন। রিলটি মূলত পোস্ট করা হয়েছিল ‘অভিষেক.মিডিয়া ’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে।
5
9
রিলটিতে অভিযোগ করা হয়, করণ অওজলার টিম নাকি বিষয়টি চাপা দিতে এবং তাঁকে চুপ করাতে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। সেই রিল শেয়ার করে মিস গোরি লেখেন, “এই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে মিডিয়ায় মিথ্যা প্রচার নিয়ে। এতে বুঝেছি, নিজের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বজুড়ে কত পুরুষ ও নারীকে চুপ করিয়ে দেওয়া হয়।”
6
9
এদিকে জানা যাচ্ছে, করণ অওজলার বর্তমানে পালক অওজলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। ২০১৯ সালে তাঁদের বাগদান হয় এবং ২০২৩ সালে মেক্সিকোয় ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে সারেন এই জুটি।
7
9
কে এই পালক অওজলা? পালক অওজলা কানাডায় বসবাসকারী একজন মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা। নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি কানাডার একটি বিউটি স্যালোঁ ‘মাইসন পলক’–এর প্রতিষ্ঠাতা ও সিইও। একই সঙ্গে তাঁর প্রোফাইলে নিজেকে করণ অওজলার স্ত্রী হিসেবেও উল্লেখ করেছেন।
8
9
করণ ও পালকের আলাপ হয়েছিল তাঁদের কিশোর বয়সে। প্রায় দশ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় পালক অউজলা বর্তমানে ইনস্টাগ্রামে ২ লক্ষ ৩৩ হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে জনপ্রিয় মুখ।
9
9
এই মুহূর্তে অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়ার মাঝেই করণ অউজলা বিতর্ক ঘিরে প্রশ্ন উঠছে, এই অভিযোগ কি নতুন মোড় নেবে না কি সময়ের সঙ্গে স্তিমিত হয়ে যাবে? নজর এখন সেই দিকেই।