আজকাল ওয়েবডেস্ক: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে বিরিফ চিরে এগিয়ে আসছে একটি ট্রেন। মুহূর্ত যেকোনও সিনেমার দৃশ্য থেকে কম কিছু নয়। তবে সিনেমাও নয়। শীতের শেষ দিকে এসে এখন এই অবস্থা কাশ্মীরের। শুরুর দিকে বরফ না পড়া নিয়ে চিন্তা থাকলেও মঙ্গলবার ভারী তুষারপাত হয়েছে সেখানকার একাধিক জায়গায়। সাদা বরফে ঢেকে গিয়েছে চরাচর। এই সময়টায় সেখানে যাতায়াতের জন্য ভরসা ট্রেনই। বরফ চিরে একটি লাল নীল রঙে ট্রেনের ছুটে আসার মুহূর্ত নিজের সমাজমধ্যমে শেয়ার করেছেন রেলমন্ত্রী। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কাশ্মীর উপত্যকা তুষারপাত। জানিয়েছেন এটি বারামুলা বানিহাল এলাকার দৃশ্য।