এই মুহূর্তে সাগরে কোনও নিম্নচাপ না থাকায় আকাশ থাকবে পরিষ্কার। ফলে আবহাওয়াও থাকবে শুষ্ক। রবিবার খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি। অর্থাৎ এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। শুক্রবারের এবং শনিবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়লেও, তা স্বাভাবিকের চেয়ে কমই রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি।
3
8
দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
4
8
অন্যদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা শনিবার নেমেছিল ৬.৬ ডিগ্রিতে। শনিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে। ১১.৫ ডিগ্রি।
5
8
এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল- দমদম, ডায়মন্ড হারবারে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর এবং কাঁথিতে ১২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বারাকপুর এবং পুরুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
6
8
উত্তরবঙ্গের রায়গঞ্জে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
7
8
দুই বঙ্গেই আপাতত পরিষ্কার, মেঘমুক্ত থাকবে আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, যেহেতু এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই, তাই আগামী কয়েকদিনে, অর্থাৎ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই উত্তর থেকে দক্ষিণ, আরও কিছুটা কমবে তাপমাত্রা।