আগামী বছরের একদম গোড়াতেই সুসময় শুরু হচ্ছে ৫ রাশির। ২০২৬ সালের ২৯ জানুয়ারি বুধ এবং শুক্র জুটি বানিয়ে তৈরি করছে জুটি দৃষ্টি যোগ। এদিন দুপুর ৩টে ৪২ মিনিটে এই দুই গ্রহ একে অন্যের সঙ্গে ০ ডিগ্রিতে অবস্থান করবে। তার ভাল প্রভাব পড়বে ৪ রাশির জাতকদের উপর। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
6
মিথুন: যাঁদের ব্যবসা ভাল যাচ্ছে না, তাঁদের সময় ২৯ জানুয়ারির পর বদলাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবে আপনার কাজ। যাঁদের বিয়ের কথা চলছে সেটা পাকা হবে। ছবি- সংগৃহীত
3
6
তুলা: যেখানে আপনার কোনও টাকা আটকে রয়েছে সেখান থেকে টাকা ফেরত পাবেন। সম্পত্তি বা জায়গা জমি কেনার থাকলে এই সময় সেটা করতে পারেন। হঠাৎ কোনও সুখবর পেতে পারেন। ছবি- সংগৃহীত
4
6
কুম্ভ: এই রাশির জাতকেরা যাতেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে দুর্দমনীয় গতিতে উন্নতি হবে। আর্থিক সমস্যায় ভুগে থাকলে সেটা এই সময় কেটে স্থিরতা আসবে। সুখের মুখ দেখবেন। বিবাহিত জীবন সুখে কাটবে। ছবি- সংগৃহীত
5
6
ধনু: বুদ্ধি এবং মেধা দিয়ে এঁরা সকলের মন জয় করবেন। কাজ বা পড়াশোনার জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও রোগে ভুগে থাকলে, স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। স্থিরতা আসবে জীবনে। ছবি- সংগৃহীত
6
6
মীন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা চললে সেটা মিটে সুখের সময় কাটাবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ছবি- সংগৃহীত