বিয়ের দিন যত এগিয়ে আসছে, আর্য-অপর্ণার প্রেম যেন আরও বাড়ছে। রাতে বাড়ির ছাদে লুকিয়ে দেখা থেকে শুরু করে ছদ্মবেশে অপর্ণার কলেজেও হাজির হয় আর্য। জিন্স, টি-শার্ট পরে এ যেন একেবারে অন্য আর্য। গাড়ি নয়, বাইক চালিয়ে অপর্ণার কলেজে আসে সে। তাকে দেখে প্রথমে চিনতেই পারে না অপর্ণার মা। পরে জানতে পারে অপর্ণার বন্ধুরা একটা চ্যালেঞ্জ দিয়েছে আর্যকে। সে অপুর থেকে বয়সে অনেকটা বড় বলে বন্ধুদের পক্ষ থেকে এসেছে এক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জে জিততে পারলে অপুর মান থাকবে বন্ধুদের কাছে। কিন্তু কী সেই চ্যালেঞ্জ? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।
এদিকে, আর্য-অপর্ণার বিয়ের তোরজোড় শুরু। প্রকাশ্যে এসেছে জুটির বিয়ের কার্ডের ঝলক। চ্যানেলের পক্ষ থেকে আর্য সিংহ রায় ও অপর্ণার বিয়ের কার্ডের ঝলক সামনে আনা হয়েছে। দেখা যায়, তাদের নামের আদ্যাক্ষর লেখা রয়েছে কার্ডের সামনে। ইতিমধ্যেই সিঁদুর-হলুদের ফোঁটা দিয়ে সেই নিমন্ত্রণপত্র বিলিও নাকি শুরু হয়ে গিয়েছে। কার্ডে লেখা, 'আর্য ও অপর্ণার শুভ পরিণয়'। বোঝাই যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'-এ খুব তাড়াতাড়ি বিয়ের ট্র্যাক আসতে চলেছে।

প্রসঙ্গত, অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে ছন্দে ফিরেছে 'চিরদিনই তুমি যে আমার'। 'অপর্ণা'র চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন তিনি আর এই ধারাবাহিক করতে চান না। তারপর থেকেই নতুন মুখের খোঁজ শুরু হয়। কিছুদিন আগেই দিতিপ্রিয়ার জায়গায় নতুন 'অপর্ণা' হয়ে এন্ট্রি নিয়েছেন মঞ্চ-অভিনেত্রী শিরিন পাল।
নতুন অপর্ণার সঙ্গে প্রথমেই অন্তরঙ্গ দৃশ্যে বেশ সাবলীল জিতু। এমনকী শিরিনকেও ছন্দে দেখা গেল। তবে নতুন নায়িকাকে নিয়ে বেশ চর্চা চলেছে সমাজমাধ্যমে। তবে তাঁকে নতুন 'অপর্ণা' হিসেবে বেশ পছন্দই করেছেন দর্শক। এবার আর্য-অপর্ণার বিয়ের দিকে এগোচ্ছে গল্প।
এর মধ্যেই মাঝেমাঝে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার। কয়েকদিন আগে ধারাবাহিকে দেখা যায় ঘুমের ঘোরে এক নববধূকে স্বপ্নে দেখে অপর্ণা। আবার সেই একই স্বপ্ন দেখে আর্যও। অপর্ণা অস্থির হয়ে ওঠে। কেন সে বারবার এরকম দেখছে? কিছুতেই উত্তর খুঁজে পায় না। আজও অপর্ণার মনে রাজনন্দিনীকে নিয়ে নানা প্রশ্ন ঘোরে। প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরের খবর এবার দেখা যেতে চলেছে রাজনন্দিনীর চরিত্রটিকে। জানা যাচ্ছে, আর্যর প্রথম স্ত্রীর চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী পায়েল দে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হয়নি।
