মুম্বইয়ের ঝলমলে বিনোদন জগতে নেমে এল আকস্মিক বিস্ময়ের ছায়া। এদিন ছিল কমেডি কিং কপিল শর্মার বহু প্রতীক্ষিত ছবি 'কিস কিসকো পেয়ার কারু ২'-এর জমকালো প্রিমিয়ার। সেদিন রাতে যখন বলিউডের তাবড় তাবড় তারকা, যেমন টাইগার শ্রফ, আমিশা প্যাটেল, সুনীল শেট্টি, অনিল কাপুর থেকে জনি লিভারের মতো কিংবদন্তিরা রেড কার্পেটে হেঁটেছেন, ঠিক তখনই সবার চোখ আটকে গেল এক চেনা মুখের অচেনা চেহারায়। তিনি, কমেডিয়ান সুনীল পাল, যিনি একসময় 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' জয় করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

 


হালকা নীল রঙের শার্ট, কালো ট্রাউজার এবং মাথায় একটি কালো টুপি পরে প্রিমিয়ারে হাজির হন সুনীল পাল। তাঁকে দেখে প্রথমে অনেকেই ঠিকমতো চিনতে পারেননি। কারণ তাঁর চেহারায় এসেছে এক অভাবনীয় পরিবর্তন—শরীরের ওজন কমেছে অস্বাভাবিক হারে। তাঁর চিরপরিচিত নিটোল মুখটি যেন রাতারাতি রুক্ষ ও ফ্যাকাশে হয়ে উঠেছে। ক্যামেরার সামনে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসার চেষ্টা করলেও, তাঁর এই আকস্মিক ও আমূল শারীরিক পরিবর্তন মুহূর্তে উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সকে হতবাক করে দেয়।

 


কমেডিয়ানের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনার ঝড়। দ্রুত ভাইরাল হওয়া সেই ভিডিওতে অজস্র মন্তব্য ভিড় জমায়। মন্তব্যের অধিকাংশই ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। সুনীলের বহু অনুরাগীরা জানতে চেয়েছেন, 'কী হয়েছে কমেডিয়ানের? তিনি কি কোনও কঠিন অসুস্থতার শিকার?' কেউ কেউ আবার স্রেফ হতবাক হয়ে লিখেছেন, 'এ কি সত্যিই সুনীল পাল? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না।' নেটদুনিয়ার এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই বুঝিয়ে দেয়, শিল্পীর এই পরিবর্তন কতখানি চোখে পড়ার মতো।

 


অনেকেই পুরোনো সুনীল পালের সঙ্গে তাঁর আজকের চেহারার তুলনা টেনেছেন। মজার ছলে কিছু ব্যবহারকারী অতীতের কিছু বিতর্কও টেনে আনেন, যেখানে সুনীল পালকে অন্যান্য উঠতি কমেডিয়ানদের—যেমন কপিল শর্মার—সমালোচনা করতে দেখা গিয়েছিল। সেই পুরনো কথার রেশ ধরে কেউ কেউ কটাক্ষ করলেও, বেশিরভাগ মানুষই তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের কামনা করেছেন। 

 


যদিও সুনীল পালের ব্যক্তিগত বা স্বাস্থ্যগত বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও নির্দিষ্ট তথ্য আসেনি। কিন্তু তাঁর অনুরাগীরা এখন চান, এই প্রিয় তারকা যেন দ্রুত নিজের স্বাভাবিক চেহারায় ফিরে আসেন এবং ফের একবার মঞ্চে হাসির ফোয়ারা ছোটান। কপিল শর্মার নতুন ছবির সাফল্যের আলোচনার মাঝে সুনীল পালের এই অপ্রত্যাশিত রূপান্তর যেন এক গভীর প্রশ্নচিহ্ন রেখে গেল। ঠিক কী হয়েছে সুনীলের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মুম্বইয়ের বিনোদন মহলে।