'বিগ বস ১৯'-এর ঘরে ঝড় তোলা সেই তানিয়া মিত্তল নিয়ে এখনও চর্চা থামেনি। তিনি নিজেকে সমাজসেবী, সফল ব্যবসায়ী বলে আগাগোড়া পরিচয় দিয়েছেন। এবার তিনি পা রাখলেন অভিনয়ের চৌকাঠে। রিয়্যালিটি শো-এর রঙিন দুনিয়া থেকে বেরিয়ে এসে তিনি যে খুব দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াবেন, এমন ইঙ্গিত আগেই মিলেছিল। কিন্তু সবাইকে খানিকটা চমকে দিয়েই তাঁর এই আত্মপ্রকাশ ঘটল কোনও মেগা সিরিয়ালে নয়, বরং একটি নামী সংস্থার বিজ্ঞাপনী চিত্রে। 

 

 

অবশ্য, তাঁর নিজস্ব 'ওভার-দ্য-টপ' স্টাইলে তৈরি এই ভিডিওটি নেটদুনিয়ায় আসতেই শোরগোল ফেলেছে। নেটিজেনদের কেউ প্রশংসা করেছেন তো কেউ বা তুলছেন সমালোচনার ঝড়। এটাই যেন আজকের ডিজিটাল তারকার জীবন! অনেকেরই ধারণা ছিল, তিনি বুঝি একতা কাপুরের কোনও শো-এর মাধ্যমে কেরিয়ার শুরু করবেন। কিন্তু সেই জল্পনা মিথ্যে প্রমাণ করে তানিয়া নিজেই নিজের প্রথম বিজ্ঞাপনটি প্রযোজনা করে ফেলেছেন। 

 


এই ভাইরাল ক্লিপটিতে তানিয়াকে বেশ‌ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, কীভাবে তিনি নাকি নিয়মিত দক্ষিণ কোরিয়াতে গিয়ে ‘কোরিয়ান বিউটি ট্রিটমেন্ট’ নেন এবং সেখানে তাঁর একাধিক ব্যবসা রয়েছে। কিন্তু পরের দৃশ্যেই তাঁর বান্ধবী সেই মিথ্যা ফাঁস করে দেন—আসলে তানিয়া এক বিশেষ পরিষেবার মাধ্যমেই সব সুযোগ নিচ্ছেন। পুরো বিষয়টিই হাসির মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেখানেই তানিয়ার অভিনয়-দক্ষতার প্রথম ঝলক পেলেন দর্শক।

 


অনলাইন প্ল্যাটফর্মে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হতেই মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। একদল অনুরাগী তানিয়ার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। গোলাপি শাড়ি আর মানানসই গহনায় তাঁকে অসম্ভব সুন্দরী লেগেছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে। সংলাপ বলার ক্ষেত্রে তাঁর স্বাচ্ছন্দ্য মুগ্ধ করেছে বেশ কিছু ফ্যানকে। তবে এর বিপরীত চিত্রও কম নেই। কারও কারও মতে, তানিয়া যেন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন, অর্থাৎ অতিরিক্ত অভিনয় বা 'ওভারঅ্যাক্টিং' হয়েছে। যেমন একজন ব্যবহারকারী সরাসরি মন্তব্য করেছেন, 'বিগ বসের ঘরে এর চেয়ে অনেক ভাল অভিনয় করছিলেন উনি।' অন্য একজন লিখেছেন, 'এটাই যেন প্রথম এবং শেষ শুট, অতিরিক্ত অভিনয়ের দোকানদার!' 

 

 

প্রসঙ্গত, 'বিগ বস ১৯'-এর একটি 'উইকেন্ড কা বার' পর্বে স্বয়ং একতা কাপুর এসেছিলেন এবং তানিয়াকে তাঁর নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তানিয়া নিজেও জানিয়েছিলেন, একতা কাপুরের শো-তে কাজ করাটা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। 

 


এমনকী, কেরিয়ারের শুরুতে তাঁর পরিবারের সম্মতিও ছিল। যদিও সেই স্বপ্নের প্রজেক্টটি এখনও বাস্তবে রূপ নেয়নি, কিন্তু বিজ্ঞাপন দিয়েই তানিয়া প্রমাণ করে দিলেন যে তিনি অভিনয়ের ময়দানে নামার জন্য তৈরি। এখন দেখার, এই বিজ্ঞাপনের সাফল্য তাঁকে একতা কাপুরের দরজা পর্যন্ত পৌঁছে দেয়, নাকি তিনি অন্য কোনও পথে হাঁটেন। তবে এই মুহূর্তে তানিয়া মিত্তাল যে আলোচনায়, তা তো বোঝাই যাচ্ছে।