মাত্রাছাড়া দূষণের কবলে দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ফের একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি হল। শনিবার বড় ঘোষণা করল সরকার। এবার দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ কার্যকর হতে চলেছে।
2
7
শনিবার দিল্লির সরকার ঘোষণা করেছে, দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ কার্যকর হতে চলেছে। যার জেরে স্কুল পড়ুয়া ও অফিস যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে।
3
7
শনিবার থেকে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের একাদশ শ্রেণি (দশম শ্রেণি ছাড়া) পর্যন্ত হাইব্রিড মোডে ক্লাস করাতে হবে। অর্থাৎ কিছু ক্লাস স্কুলে, কিছু ক্লাস অনলাইনে করাতে হবে।
4
7
পাশাপাশি সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বাকি ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে।
5
7
গত ২৪ নভেম্বর দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) তৃতীয় ধাপ কার্যকর হওয়ার পর, এই নির্দেশ দেওয়া হয়েছিল।
6
7
শনিবার সন্ধ্যায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ কার্যকরের নির্দেশ দিয়েছে। এদিন দিল্লিতে বিকেল চারটেয় বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৪৩১।
7
7
শনিবার সন্ধ্যা ছ'টা নাগাদ দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই বেড়ে দাঁড়িয়েছিল ৪৪১। যা 'গুরুতর' পর্যায়ে পৌঁছেছে। গত মাসের শেষে শহরের একিউআই ছুঁয়েছিল ৪২৫। যা ‘অতি বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে।