সংবাদসংস্থা, মুম্বই: মর্যাদাপূর্ণ 'শেভালিয়ার ডেস আর্টস এট ডেস লেটারে' ভূষিত হলেন অভিনেত্রী রিচা চাড্ডা। যা ফরাসি সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কারের মধ্যে একটি। শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং গুনীত মঙ্গার -এর মতো ব্যক্তিত্বরাও সিনেমাটিক ল্যান্ডস্কেপে তাঁদের অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে রিচা ইনস্টাগ্রামে জানিয়ে বলেছেন, 'এটি আমার জন্য একটি 'অপ্রতিরোধ্য এবং নম্র মুহূর্ত' । অভিনেত্রীর কথায় তাঁর যাত্রা একটি রোলার-কোস্টার রাইডের চেয়ে কম কিছু নয়। অনেক চ্যালেঞ্জ, ঘাট প্রতিঘাত পেরিয়ে তিনি এটি অর্জন করেছেন। এই সম্মান প্রাপ্তি তাঁর জন্য কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়। বরং তার পরিবার এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে, তাঁর পরামর্শদাতা এবং সহযোগী- সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিও। স্ত্রীয়ের প্রাপ্তিতে ছাতি চওড়া হয়েছে আলি ফজলেরও। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'তুমি আরও ভাল কাজ করো, আরও বড় হও' । রিচাকে শেষবার পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে 'ফুকরে ৩' এ দেখা গিয়েছিল।
