বলিউড সুন্দরী জাহ্নবী কাপুর বরাবরই একটু খোশমেজাজে থাকতে ভালবাসেন। কখনও জিমের বাইরে পাপারাজ্জিদের সঙ্গে খুনসুটি, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় মজার সব রিল— অনুরাগীদের মাতিয়ে রাখতে তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবী-কন্যার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
ঘটনাটি আসলে কয়েক বছর পুরনো, ২০২২ সালের। জাহ্নবী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কালজয়ী ছবি 'ওম শান্তি ওম'-এর একটি আইকনিক দৃশ্য নকল করতে দেখা যায়। দীপিকার সেই বিখ্যাত সংলাপ— "ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কী লাশ"— এই লাইনেই নিজের মতো করে মজার টুইস্ট দিয়েছিলেন জাহ্নবী।
ভিডিওতে দেখা যায়, রুপোলি রঙের একটি চকচকে গাউন পরে জাহ্নবী দাঁড়িয়ে আছেন বিশালাকার একটি ঝাড়বাতির নীচে। চেহারায় একদম গম্ভীর ভাব বজায় রেখে তিনি দীপিকার ওই সংলাপ বলছেন। কিন্তু মজার মোড়টা আসে তখনই, যখন ক্যামেরা একটু ঘোরে। দেখা যায়, জাহ্নবীর এক বন্ধু মেঝেতে শুয়ে আছেন আর জাহ্নবীর এই 'ওভার-অ্যাক্টিং' দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন।
জাহ্নবী ভিডিওটির ক্যাপশনে লিখেছিলেন, "এই শান্তিকে যেন একটু অন্যরকম লাগছে!" তাঁর এই রসিকতা মুহূর্তেই মন জয় করে নিয়েছিল সবার। অনুরাগীরা মন্তব্য করেছিলেন যে, জাহ্নবীর মধ্যে তাঁর মায়ের (শ্রীদেবী) মতো সহজাত কমিক টাইমিং রয়েছে।
প্রসঙ্গত, এই ভিডিওটি আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জাহ্নবীকে দেখে অনেকেই বলেছেন 'তবে কি ওম শান্তি ওম-এর দ্বিতীয় পর্ব আসছে? সিক্যুয়েলে কি দীপিকার জায়গায় এবার জাহ্নবীকে দেখা যাবে?' যদিও এসব নিছকই নেটিজেনদের আলোচনা। কারণ, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের এই ছবির কোনও রিমেকের কথা এখনও পর্যন্ত উঠে আসেনি। তাই জাহ্নবীর এই ভিডিও ভাইরাল হওয়ার মূলে 'ওম শান্তি ওম'-এর সিক্যুয়েলের কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
