নামের প্রথম অক্ষর অনেক কিছু বলে দেয় একটা মানুষের সম্পর্কে। আপনার ব্যক্তিত্ব, চারিত্রিক গুণ সহ বিভিন্ন পরিস্থিতিতে আপনি কীভাবে সেটার মোকাবিলা করেন সবটারই আন্দাজ পাওয়া যায় নামের আদ্যক্ষরের মাধ্যমে। যদি আপনার নাম 'এম' দিয়ে শুরু হয় তাহলে জেনে নিন আপনি কেমন ধরনের মানুষ, কী কী গুণ রয়েছে আপনার। ছবি- সংগৃহীত
2
8
এম অক্ষরটির সংখ্যা হল ৪। ৪ সংখ্যাটি পরিচালনা করে রাহু। ফলে যাঁদের নাম এম দিয়ে শুরু হয় তাঁদের চারিত্রিক গুণে রাহুর প্রভাব এবং এনার্জি দেখা যায়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এম অক্ষরের নক্ষত্র হল মাঘা নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হল কেতু। অর্থাৎ রাহুর বিপরীত এবং ব্যালেন্সিং শক্তি। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
এম অক্ষরটির রাশি হল সিংহ, অর্থাৎ যার অধিপতি সূর্য। ফলে এম অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা রাহু, কেতু এবং সূর্যের দ্বারা পরিচালিত হন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
এম অক্ষরটি বিপুল বা 'গ্রেট' বোঝায়। মাঘা নক্ষত্রের প্রভাব যদি এম নামের ব্যক্তিদের উপর বেশি পড়ে তাহলে তাঁরা পেশা হিসেবে যা-ই বেছে নেবেন তাতেই সাফল্য অর্জন করবেন। উন্নতির শিখর ছোঁবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
একই সঙ্গে এম দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা বাস্তব এবং আধ্যাত্মিক জগৎকে ব্যালান্স করে চলতে জানেন। পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে এঁদের উপর। সূর্য যেহেতু এঁদের রাশির অধিপতি তাই ক্ষমতা বেশি থাকে। দাপট বেশি হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
অনেক সময়ই এম নামের মানুষেরা দ্বিধায় ভোগেন, প্রেম বেছে নেবেন নাকি বৃহৎ কর্মজীবনকে। এঁরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হন। চেষ্টা দিয়ে সাম্রাজ্য গড়তে পারেন। তবে লোভে পড়ে দ্রুত অর্থ উপার্জন করতে গিয়ে বিপদে পড়েন। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
এঁদের মূল চালিকা শক্তি কঠোর নিষ্ঠা এবং অনুশাসন। সেটা থেকে সরলেই এঁদের পতন নিশ্চিত। কাজের জন্য এঁরা কাছের মানুষ, প্রিয়জনকে সময় দিতে পারেন না। কাউকে ভালবাসলেও সেটা বোঝাতে পারেন না। আপনার নিজের নাম এম দিয়ে? বা কাউকে চেনেন এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু? তাঁর সঙ্গে মিল পেলেন কোনও? ছবি- এআই দ্বারা নির্মিত