বলিউড অভিনেতা শাহিদ কাপুরের আসন্ন ছবি ‘ও রোমিও’ মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়েছে। গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি নিয়ে এবার সরব হয়েছেন খোদ উস্তরার মেয়ে। তাঁর দাবি, এই ছবির মুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। এমনকী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিশ পাঠিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছে।

 

জানা যাচ্ছে, নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনের কিছু বিতর্কিত অংশ এই ছবিতে তুলে ধরা হয়েছে। তবে উস্তরার পরিবারের অভিযোগ, তাঁদের থেকে কোনও রকম লিখিত অনুমতি বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ না নিয়েই এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ফলে তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হুসেন উস্তরার মেয়ে সম্প্রতি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন নির্মাতাদের। তাঁর দাবি, এই ছবিতে তাঁর বাবার চরিত্রকে ভুলভাবে এবং নেতিবাচকভাবে উপস্থাপন করা হতে পারে, যা তাঁদের পারিবারিক সম্মানে আঘাত হানবে। সেন্সর বোর্ড এবং প্রোডাকশন হাউসের কাছে তিনি আবেদন জানিয়েছেন যেন এই ছবির কাজ থামিয়ে দেওয়া হয় এবং এর মুক্তি বাতিল করা হয়।

এখনও পর্যন্ত শাহিদ কাপুর বা ছবির পরিচালক-প্রযোজকদের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সূত্রের খবর, আইনি পরামর্শদাতার সঙ্গে কথা বলছেন নির্মাতারা। সাধারণত এই ধরনের বায়োপিক বা বাস্তব ঘটনা নির্ভর ছবির ক্ষেত্রে পরিবারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, তবে ‘ও রোমিও’-র ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

শাহিদ কাপুর গত কয়েক বছরে ‘কবীর সিং’ বা ‘ফারজি’-র মতো প্রজেক্টের মাধ্যমে নিজের এক আলাদা ফ্যানবেস তৈরি করেছেন। গ্যাংস্টার ড্রামা ঘরানার এই নতুন ছবিটির জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। কিন্তু এই আইনি বাধা শেষ পর্যন্ত ছবিটিকে আলোর মুখ দেখতে দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।


বলিউডে গ্যাংস্টারদের জীবন নিয়ে সিনেমা তৈরি হওয়া নতুন কিছু নয়, তবে সেন্সর বোর্ড এই আপত্তির পর কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করছে ‘ও রোমিও’-র ভবিষ্যৎ। ছবিতে শাহিদের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তমন্না ভাটিয়া, বিক্রান্ত মেসি, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি ও বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল।