আপনার শরীরে থাকা তিলের অবস্থান বলে দিতে পারে ভবিষ্যৎ সম্পর্কে একাধিক তথ্য। এই যেমন আপনার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ সেটা জানা যেতে পারে তিল থেকেই। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী শরীরে বিভিন্ন অংশে থাকা তিল আলাদা আলাদা বিষয়ে ইঙ্গিত দেয়। মহিলাদের শরীরে এমন কিছু জায়গায় তিল থাকে যা বোঝায় যে তাঁদের লাভ ম্যারেজ হবে। জেনে নিন সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী শরীরে কোন জায়গায় তিল থাকলে প্রেম করে বিয়ে হয়:
ছবি- এআই দ্বারা নির্মিত
2
6
নাক: যে মহিলাদের নাকের উপর তিল থাকে তাঁদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। নাকের ডান দিকে তিল থাকে অত্যন্ত শুভ। মনে করা হয় ডান দিকের নাকে তিল থাকলে স্বামী অনেক ভালবাসে। ছবি- এআই দ্বারা নির্মিত
3
6
চোখ: ডান দিকের চোখে যে মহিলাদের তিল থাকে তাঁরা অত্যন্ত আকর্ষণীয় হন। এঁদের লাভ ম্যারেজ হয়। নিজেদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পছন্দ করেন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
ঠোঁট: যে মহিলাদের ঠোঁটে তিল থাকে তাঁরা স্বামীর প্রতি নিবেদিত প্রাণ হন। এঁদের ব্যক্তিত্ব দারুণ আকর্ষণীয় হয়। শান্ত, ধীর স্বভাবে হন। এঁদেরও লাভ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
6
হাত বা হাতের তালু: যাঁদের হাত বা হাতের তালুতে তিল থাকে তাঁরা বয়সে বড় পুরুষদের প্রতি আকর্ষিত হন। জীবনসঙ্গী হিসেবে বয়সে বড় কাউকেই চান। এঁদের প্রেম দারুণ গভীর হয়। বলা যায় সঙ্গীকে নিয়ে অবসেসড হন। দেরি করে বিয়ে হলেও, প্রেম করেই বিয়ে করেন এই মহিলারা। ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
কান: যাঁদের কানে তিল থাকে তাঁদের ভালবাসা, প্রেম সহ বিভিন্ন অনুভূতি দারুণ ভাবে উপলব্ধি করেন। সঙ্গীর প্রতি লয়াল থাকেন। প্রেম করলে সেই মানুষটাকে বিয়ে করার জন্য এঁরা যা খুশি তাই করতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত