ধনী হওয়া কোনও কঠিন কাজ নয়। এর জন্য শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা। ঠিক একইভাবে, আপনি নিয়মিত অল্প অল্প টাকা সঞ্চয় করে একটি বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করতে পারেন। এবং সেটাও সম্ভব শেয়ার বাজারে বিনিয়োগ না করেই। ভাবছেন মজা? একেবারেই নয়, পোস্ট অফিসের একটি স্কিম রয়েছে যেখানে আপনি প্রতিদিন মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকারও বেশি রিটার্ন পেতে পারেন।
2
10
আপনি যদি ভাল রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমটি করতে হবে। তবে তার আগে, ১০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। তারপর বিনিয়োগ শুরু করতে হবে।
3
10
মনে রাখবেন, পোস্ট অফিস একটি সরকারি সংস্থা। এখানে টাকা রাখলে ঝুঁকি কম থাকে। কারণ এখানে রাখা টাকার গ্যারান্টি সরকার নিজেই দেয়। তাই আপনি চাইলে নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই সরকারি স্কিমে বার্ষিক সুদের হার ৬.৭ শতাংশ।
4
10
ম্যাচিউরিটি হবে ৫ বছরে: একবার এই স্কিমটি শুরু করলে, এটি ৫ বছর ধরে চালানোই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এর ম্যাচিউরিটি ৫ বছর। এবং ৫ বছর পর আপনি এর মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। যার মাধ্যমে আপনার অনেক টাকা জমা হবে।
5
10
১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনও ব্যক্তি একটি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করতে পারেন। আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে এই পরিষেবাটি পেতে পারেন।
6
10
ঋণও পাওয়া যাবে: এমনটা হতেই পারে যে- আপনার হঠাৎ করে ঋণের প্রয়োজন হল। সেক্ষেত্রে আপনি এই স্কিম থেকে সুবিধা পাবেন।
7
10
পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, এই স্কিমে ১ বছর টাকা জমা দেওয়ার পর আপনি ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মাত্র ২ শতাংশ সুদ দিতে হবে।
8
10
প্রি-ম্যাচিউরিটির সুবিধাও রয়েছে: অনেকের পক্ষেই হয়তো ৫ বছর ধরে রেকারিং ডিপোজিটে টাকা রাখা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আপনি ম্যাচিউরিটির আগেই টাকা তুলে নিতে পারেন। এটিই হল প্রি-ম্যাচিউরিটি সুবিধা। এছাড়াও, যার নামে স্কিমটি চলছে তিনি মারা গেলে, নমিনি সেই টাকা তুলে নিতে পারবেন।
9
10
কীভাবে ২০০ টাকা সঞ্চয় করে ১০ লক্ষ টাকা পাওয়া যাবে? খুবই সহজ হিসাব। এই ক্ষেত্রে, প্রতিদিন ২০০ টাকা মানে মাসে ৬০০০ টাকা। আপনি এই টাকা একটি রেকারিং ডিপোজিটে জমা রাখুন। মেয়াদপূর্তির সময় আপনি ৩,৬০,০০০ টাকা সঞ্চয় করবেন। এবং ৬৮,১৯৭ টাকা সুদ বাবদ পাবেন। ফলে, আপনি মোট ৪,২৮,১৯৭ টাকা সঞ্চয় করতে পারবেন।
10
10
এরপর আপনি স্কিমের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ান। এতে, আপনি ১০ বছরে ৭.২০ লক্ষ টাকা সঞ্চয় করবেন। সেই সঙ্গে আপনি ২,০৫,১৩১ টাকা সুদ পাবেন। ফলে, ১০ বছর পর আপনি মোট ১০,২৫,১৩১ টাকা পাবেন।