অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তিনি নাকি এখনও মালাইকা অরোরার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং নতুন করে দানা বাঁধা নানা গুঞ্জন নিয়ে এভাবেই মুখ খুললেন ৫২ বছর বয়সী এই বলিউড 'ডিভা'।

 


এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিতে গিয়ে মালাইকা জানান, রাগ বা অভিমান জীবনের একটা নির্দিষ্ট সময়ের অংশ মাত্র। সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ ধুয়ে মুছে যায়। তিনি বলেন, “অর্জুন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ও আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। আমাদের অতীত বা ভবিষ্যৎ নিয়ে আমি খুব বেশি কাটাছেঁড়া করতে চাই না, কারণ ইতিমধ্যেই সংবাদমাধ্যমে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে।”

 

বিচ্ছেদের পর মালাইকাকে প্রায়ই কোনও না কোনও পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায়, আর মুহূর্তেই তাঁদের ‘মিস্ট্রি ম্যান’ হিসেবে দাগিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “মানুষ কথা বলতে ভালবাসে। আমি কোনও বন্ধুর সঙ্গে বাইরে বেরোলেই সেটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এমনকী আমার মা-ও ফোন করে জানতে চান, ‘এবার আবার কার কথা বলছে সবাই?’ আসলে আমি এখন জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে কাউকে কিছু প্রমাণ করার তাগিদ আমার নেই। আমি শুধু সেটুকুই করতে চাই যা আমাকে আনন্দ দেয়।”


ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের এই অতিরিক্ত কৌতূহলকে 'বাড়াবাড়ি' হিসেবেই দেখছেন তিনি। তবে গ্ল্যামার দুনিয়ার অংশ হিসেবে এই বিষয়গুলোকে এখন আর খুব একটা পাত্তা দিতে রাজি নন মালাইকা। তাঁর স্পষ্ট কথা, জীবন মানে শুধু সম্পর্কের সমীকরণ নয়, তার চেয়েও বড় কিছু। আর বর্তমানে তিনি নিজের শর্তে বাঁচতেই বেশি পছন্দ করছেন।

 

 

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরকে মন দিয়েছিলেন মালাইকা। একসঙ্গে প্রায় সাত বছর সহবাসও করেছেন তাঁরা। বয়সের বেশ খানিকটা ফারাক থাকলেও তাঁদের সম্পর্কে সে প্রভাব দেখা যায়নি। হঠাৎই গত বছর সম্পর্কে ইতি টানেন তাঁরা। যদিও প্রেম ভাঙলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় আছে। 

 


এদিকে , অর্জুনের সঙ্গে প্রেমে ইতি টানার পরেই মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নানা চর্চা আরও বেশি করে চলতে থাকে। অভিনেত্রী কার সঙ্গে নতুন করে প্রেম করছেন তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা। মালাইকা আবারও বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা নিয়েও কম কথা হয় না! তবে বরাবরই চাঁচাছোলা ভাষায় জবাব দিয়ে দেন অভিনেত্রী। জানিয়ে দেন সবটাই সময়ের উপরেই ছেড়েছেন তিনি।