আজকাল ওয়েবডেস্ক:‌ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। কিন্তু এত হামলার পরেও প্যালেস্তাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন ইজরায়েলের মন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রাক্তন প্রধান গাদি আইজেনকোট। তিনি বলেছেন, ‘‌প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে হারানো কোনওভাবেই সম্ভব নয়।’‌ গাজায় যুদ্ধ পরিচালনার নীতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে হামাসের হাতে আটক পণবন্দিদের মুক্তির বিষয়েও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘‌চুক্তি ছাড়া পণবন্দিদের আপাতত ছাড়ানো সম্ভব নয়। তাদের মুক্ত করার একমাত্র উপায় হল হামাসের সঙ্গে চুক্তি করা।’‌ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলে আসছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করবেন তারা। তবে এই বিষয়টি যে সম্ভব নয় সেটি ইজরায়েল মন্ত্রিসভার অনেকেই এখন বলছেন বলে সূত্রের খবর।