আজকাল ওয়েবডেস্ক: যে পরকীয়া এতদিন পারিবারিক ও সামাজিক জীবনে ভাঙন ধরাত, সেই পরকীয়াই এখন খুলে দিয়েছে ব্যবসার এক নতুন দিগন্ত। প্রচলিত দাম্পত্য সম্পর্কের বাইরে বেরিয়ে আরও বেশি কিছু চাওয়ার প্রবণতাই এখন আধুনিক প্রযুক্তির হাত ধরে জায়গা করে নিয়েছে হাতের স্মার্টফোনে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এমনই এক অভিনব অ্যাপের খোঁজ দিয়েছে যে অ্যাপ ব্যবহার করে ভারতীয়রা চাইলেই বিবাহবহির্ভূত ‘গোপন সম্পর্ক’ পাততে পারবেন।
ভিডিওটিতে এক ব্যক্তিকে ‘গ্লিডেন’ নামক একটি বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরির অ্যাপের খুঁটিনাটি ব্যাখ্যা করতে দেখা যায়। অ্যাপটি মূলত মহিলাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, অ্যাপটির কার্যকারিতা কিছুটা একপেশে, কারণ মহিলাদের জন্য সহজে ব্যবহারের সুযোগ থাকলেও পুরুষদের উপর চাপানো হয়েছে একাধিক বিধিনিষেধ এবং মোটা অঙ্কের খরচ।
 
 কীভাবে কাজ করে গ্লিডেন?
 
  ব্যাখ্যা অনুযায়ী, এই অ্যাপে মহিলারা “সম্পূর্ণ গোপন সম্পর্কের জন্য” নিখরচায় সাইন আপ করতে পারলেও, পুরুষদের সাধারণ কিছু সুবিধা পেতেই ন্যূনতম ১,৮০০ টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়, বার্তা পড়া বা ভার্চুয়াল উপহার পাঠানোর মতো প্রায় প্রতিটি পদক্ষেপের জন্যই পুরুষদের আলাদা করে টাকা দিতে হবে। তবে এক্ষেত্রে সম্পূর্ণ গোপনীয়তা পাবেন পুরুষরাও। গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যাঙ্কের স্টেটমেন্টেও এই লেনদেনের নাম বদলে দেওয়া হয়। ওই ব্যক্তি জানান, “আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টেও টাকার লেনদেন গ্লিডেনের নামে দেখাবে না, বরং তা ‘গুগল জিডি মিডিয়া’ নামে দেখানো হবে, যাতে আপনি ধরা না পড়েন।”
ব্যাখ্যা অনুযায়ী, এই অ্যাপে মহিলারা “সম্পূর্ণ গোপন সম্পর্কের জন্য” নিখরচায় সাইন আপ করতে পারলেও, পুরুষদের সাধারণ কিছু সুবিধা পেতেই ন্যূনতম ১,৮০০ টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়, বার্তা পড়া বা ভার্চুয়াল উপহার পাঠানোর মতো প্রায় প্রতিটি পদক্ষেপের জন্যই পুরুষদের আলাদা করে টাকা দিতে হবে। তবে এক্ষেত্রে সম্পূর্ণ গোপনীয়তা পাবেন পুরুষরাও। গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যাঙ্কের স্টেটমেন্টেও এই লেনদেনের নাম বদলে দেওয়া হয়। ওই ব্যক্তি জানান, “আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টেও টাকার লেনদেন গ্লিডেনের নামে দেখাবে না, বরং তা ‘গুগল জিডি মিডিয়া’ নামে দেখানো হবে, যাতে আপনি ধরা না পড়েন।”
 
 এমনকী হঠাৎ করে অপ্রীতিকর পরিস্থিতির জন্য অ্যাপটিতে একটি ‘কুইক-এক্সিট’ বোতামও রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে লগ-আউট করে বেরিয়ে যেতে পারেন।
 
 ভিডিওর শেষে ওই ব্যক্তি মন্তব্য করেন, “এ যেন পরকীয়ার স্টেরয়েড!” ভিডিওর সঙ্গে থাকা ক্যাপশনে লেখা হয়েছে, “এটিই একমাত্র অ্যাপ যা আপনার একেবারে প্রয়োজন নেই।”
 
 আরও পড়ুন: ৩ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘আঠা’ আবিষ্কার চীনের বিজ্ঞানীদের, বদলে যাবে চিকিৎসাশাস্ত্রের রূপরেখা?
তবে ভিডিওতে যাই বলা হোক। বাস্তব কিন্তু সম্পূর্ণ উল্টো। বাজারে আসার সঙ্গে সঙ্গেই হু হু করে বাড়ছে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা। অ্যাপটির মূল উদ্দেশ্য নিয়ে বিতর্ক সত্ত্বেও সারা ভারতে এর ব্যবহারকারীর সংখ্যা লক্ষ লক্ষ। ‘মানি কন্ট্রোল’-এর একটি প্রতিবেদন অনুসারে, এই প্ল্যাটফর্মে বর্তমানে প্রায় ৩০ লক্ষ ভারতীয় ব্যবহারকারী রয়েছেন। ২০২৪ সালের তুলনায় অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ২৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যাপটির সদস্যদের মধ্যে মহিলাদের হার এখন ৫৮ শতাংশ। প্রায় ৪০ শতাংশ ব্যবহারকারী প্রতিদিন ৪৫ মিনিট পর্যন্ত এই প্ল্যাটফর্মে সময় কাটান, যাঁদের অধিকাংশই ৩০ থেকে ৪৫ বছর বয়সি।
 
 আরও পড়ুন: বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুস দু’জনেই সাবধান করেছিলেন! ২০২৫-এর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী শুনে কাঁপছে গোটা বিশ্ব
ডিজিটাল পরকীয়ায় এগিয়ে কোন শহর? ব্যবহারকারীর নিরিখে মেট্রো শহরগুলিই এগিয়ে। প্রতিবেদন অনুযায়ী, গ্লিডেনের মোট ব্যবহারকারীর ২০ শতাংশ বেঙ্গালুরুর বাসিন্দা। এরপরই রয়েছে মুম্বই (১৯%), কলকাতা (১৮%) এবং দিল্লি (১৫%)।
শুধু গ্লিডেন নয়। এই ধরনের অন্য অ্যাপের ছবিটাও কার্যত একই। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য বিশ্বজুড়ে পরিচিত অন্য একটি প্ল্যাটফর্ম, ‘অ্যাশলি ম্যাডিসন’-এর তথ্য অনুযায়ী, ভারত তাদের কাছে দ্রুতগতিতে বাড়তে থাকা একটি বাজার। জুন মাসে অ্যাপটি জানায়, তামিলনাড়ুর কাঞ্চীপুরম শহরে সাইন-আপের হার দেশের মধ্যে সর্বোচ্চ, যা দিল্লি বা মুম্বইয়ের মতো মেট্রো শহরকেও ছাপিয়ে গিয়েছে। ২০২৪ সালে এই শহরটি তালিকার ১৭ নম্বরে ছিল। সাম্প্রতিক তথ্য থেকে স্পষ্ট যে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের এই প্রবণতা এখন আর শুধুমাত্র বড় শহরে সীমাবদ্ধ নেই, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শহরগুলিতেও দ্রুত ছড়িয়ে পড়ছে।
