বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুস দু’জনেই সাবধান করেছিলেন! ২০২৫-এর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী শুনে কাঁপছে গোটা বিশ্ব

img

তাঁদের অপছন্দ করতে পারেন, কিংবা তাঁদের ভবিষ্যদ্বাণী কাকতালীয় মনে হতে পারে। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে সেই ভবিষ্যদ্বাণীর অনেকগুলিই মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে।

img

বুলগেরিয়ার অন্ধ মহিলা বাবা ভাঙ্গা এবং ষোড়শ শতকের জ্যোতিষী নস্ত্রাদামুস, একাধিকবার মিলিয়ে দিয়েছেন ভয়ঙ্কর সব ভবিষ্যদ্বাণী। ইংল্যান্ডের রাজকুমারী ডায়ানার মৃত্যু থেকে ৯/১১-এর জঙ্গি হামলা, এমনকী কোভিডের আক্রমণ সবই তাঁরা আগেই বলে গিয়েছিলেন।

img

বাবা ভাঙ্গা নাকি আগেই বলে গিয়েছিলেন, ইউরোপে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ধুলোয় মিশে যাবে পশ্চিমা বিশ্ব। তাঁর ভক্তরা মনে করেন, সেটাই ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত।

img

এবার নস্ত্রাদামুসের প্রাচীন লেখা থেকেও পাওয়া গেল এক ভয়ঙ্কর ইঙ্গিত।

img

নস্ত্রাদামুসের অনুরাগীদের দাবি, তিনিও নাকি বলে গিয়েছেন ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইংল্যান্ড।

img

প্রসঙ্গত, নস্ত্রাদামুসের অনুরাগীরা দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের উত্থানের কথাও তিনি ৩০০ বছর আগেই লিখে গিয়েছিলেন। তাই রাশিয়ার তথা পুতিনের উত্থানের কথাও মিলে গেলে অস্বাভাবিক মনে হবে না।

img

তবে অনেকেই এই ধরনের ভবিষ্যদ্বাণী একেবারেই বিশ্বাস করেন না। তাঁদের কাছে এগুলি বুজরুকি ছাড়া কিছুই নয়। তবে বিতর্ক থাকলেও বিষয়টি নিয়ে জনমানসে আগ্রহ কিন্তু আজও অমলিন।