দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এই বছর ১ জানুয়ারিতেই পড়েছে প্রদোষ ব্রত। এই তিথিতে ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়া যায়, যদি সঠিক ভক্তি নিবেদন করা হয় তাকে। প্রতিটি রাশি আলাদা আলাদা এনার্জি বহন, আর শিব প্রত্যেকে আলাদা ভাবে সাড়া দেন। তাই এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চাইলে রাশি অনুযায়ী কিছু সহজ টোটকা করা প্রয়োজন। ছবি- সংগৃহীত
2
14
কখন করবেন টোটকা সেটা আগে জেনে নিন। ১ জানুয়ারি ২০২৬ এর বিকেল ৫.৩৫ মিনিট থেকে রাত ৮.১৯ মিনিটের মধ্যে করতে হবে টোটকা। এবারের এই প্রদোষ ব্রততে মিলিত হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ। ফলে তৈরি হচ্ছে বিরল যোগ। এটি কেরিয়ারের উন্নতি থেকে বিয়ে, আর্থিক স্বচ্ছলতা, সুস্বাস্থ্য পেতে সাহায্য করে যেমন, তেমনই কর্মের ব্লকেজ দূর করে। এবার জেনে নিন রাশি অনুযায়ী কাকে কী টোটকা করতে হবে। ছবি- সংগৃহীত
3
14
মেষ: শিবকে লাল ফুল এবং গুড় উৎসর্গ করুন। এতে কেরিয়ার স্থিতিশীল হবে। আত্মবিশ্বাস বাড়বে। এবং পাঠ করুন ওম নমঃ শিবায় গুরবে নমঃ। ছবি- সংগৃহীত
4
14
বৃষ: ঘি, সাদা মিষ্টি নিবেদন করুন। এতে পারিবারিক শান্তি বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। পাঠ করুন ওম গ্রাম গ্রিম গ্রৌম সাহ গুরবে নমঃ। ছবি- সংগৃহীত
5
14
মিথুন: সবুজ মুগডাল এবং বেলপাতা নিবেদন করুন উচ্চশিক্ষার জন্য। পাঠ করুন ওম নমঃ শিবায় বুদ্ধি প্রদায়ে নমঃ। ছবি- সংগৃহীত
6
14
কর্কট: মানসিক অবস্থার উন্নতি করতে এবং শান্তি বজায় রাখতে দুধ এবং চাল নিবেদন করুন। পাঠ করুন ওম সোমেশ্বরায় নমঃ। ছবি- সংগৃহীত
7
14
সিংহ: এক ঘটি জলে শস্য মিশিয়ে সেটা শিবলিঙ্গে ঢালুন। এতে খ্যাতি পাবেন। পাঠ করুন ওম মহাদেবায় নমঃ। ছবি- সংগৃহীত
8
14
কন্যা: ৭টি জবের দানা অর্পণ করুন শিবলিঙ্গে। এতে স্বাস্থ্যের উন্নতি হবে, সমস্যা দূর হবে জীবন থেকে। পাঠ করুন ওম বৈদ্যনাথায় নমঃ। ছবি- সংগৃহীত
9
14
তুলা: বিয়ের কথা চলেও পাকা হচ্ছে না? সম্পর্কে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে? দইয়ে চিনি মিশিয়ে সেটা অর্পণ করুন। একই সঙ্গে পাঠ করুন ওম নীলকন্ঠায় নমঃ। ছবি- সংগৃহীত
10
14
বৃশ্চিক: নেতিবাচকতা জীবন থেকে তাড়াতে কালো তিল এবং জিলিপি অর্পণ করুন শিবকে। বলুন ওম কালেশ্বরায় নমঃ। ছবি- সংগৃহীত
11
14
ধনু: ছোলার ডাল এবং হলুদ অর্পণ করুন শিবকে, এতে বৃহস্পতি প্রসন্ন হবে, আশীর্বাদ পাবেন। ভাগ্য প্রসন্ন হবে। একই সঙ্গে পাঠ করুন ওম গ্রাম গ্রিম গৌরাম সাহ গুরবে নমঃ। ছবি- সংগৃহীত
12
14
মকর: সর্ষের তেল এবং কালো তিল অর্পণ করলে কেরিয়ারের উন্নতি নিশ্চিত। বলুন ওম রুদ্রায় নমঃ। ছবি- সংগৃহীত
13
14
কুম্ভ: নীল ফুল এবং জল দিয়ে স্নান করান শিবকে। এতে জীবন স্থিতিশীল হবে, সমস্যা দূরে যাবে। বাড়বে নেটওয়ার্কিং। পাঠ করুন ওম শিবায়ে সর্বজনপ্রিয়ে নমঃ। ছবি- সংগৃহীত
14
14
মীন: ৫টা বেলপাতা এবং জাফরান অথবা হলুদ মিষ্টি দিন শিবকে। এতে আধ্যাত্মিক উন্নতি হবে, ঐশ্বরিক শক্তি রক্ষা করবে আপনাকে। বলুন ওম গ্রাম গ্রিম গৌরাম সাহ গুরবে নমঃ। ছবি- সংগৃহীত