শিশুদের নিজ শরীর স্পর্শ বা যৌনাঙ্গ নিয়ে কৌতূহল অনেক ক্ষেত্রেই স্বাভাবিক বিকাশের অংশ, প্রাপ্তবয়স্কদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও শিশুর কাছে তা অপরাধ বা অশ্লীলতার সঙ্গে যুক্ত নয়।
2
5
দুই থেকে ছয় বছর বয়সে অনেক শিশুই নিজের শরীরের বিভিন্ন অংশ আবিষ্কার করে এবং সেখান থেকে আনন্দবোধ অনুভব করে, এই আচরণকে রোগ বা মানসিক বিকার বলে ধরে নেওয়া বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।
3
5
শিশুর এই আচরণ নিয়ে ভয় দেখানো, লজ্জা দেওয়া বা শাস্তি দিলে ভবিষ্যতে তার মধ্যে যৌনতা নিয়ে অপরাধবোধ, বিভ্রান্তি ও মানসিক জটিলতা তৈরি হতে পারে।
4
5
সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে সময়ের আগেই বয়ঃসন্ধির লক্ষণ দেখা যাচ্ছে, যার পেছনে অতিরিক্ত ফাস্টফুড, স্থূলতা, হরমোনগত পরিবর্তন, ঘুমের ঘাটতি এবং অতিরিক্ত স্ক্রিন টাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
5
5
বিশেষজ্ঞদের মতে, কৈশোরে যৌন কৌতূহল ও স্বমৈথুন স্বাভাবিক হলেও আট–নয় বছর বয়সে তা হলে বিষয়টি নজর দেওয়ার মতো; তবে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সংবেদনশীলতা ও বৈজ্ঞানিক বোঝাপড়া।