আজকাল ওয়েবডেস্ক: কোচ হিসেবে শুরুটা ভাল হল না সৌরভ গাঙ্গুলির। সাউথ আফ্রিকা ২০-তে সৌরভ প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ। জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে ২২ রানে হার মানে সৌরভের দল প্রিটোরিয়া ক্যাপিটালস। জোনাথন ট্রটের জায়গায় ভারতের প্রাক্তন অধিনায়ক কোচ হয়েছিলেন। 

দক্ষিণ আফ্রিকা ২০-র জন্য নিলামে সৌরভ একপ্রকার ঝড় তুলে দিয়েছিলেন। ডিওয়াল্ড ব্রেভিস, কেশব মহারাজের মতো তারকাদের দলে নিয়েছিলেন তিনি। কিন্তু এদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ব্রেভিস মাত্র ৬ রান করেন। অন্যদিকে মহারাজ উইকেটহীন থাকেন। 

রিলি রোসু (৪৮) এবং উইয়ান মুলডার (৪৩) উল্লেখযোগ্য রান করেন। শেষের দিকে আকিল হোসেন ১০ বলে দ্রুত ২২ রান করায় সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে। 

রান তাড়া দুর্দান্ত ভাবে শুরু করেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। পাওয়ারপ্লের ওভারগুলোয় ৪৮ রান তুলে ফেলে প্রিটোরিয়া। প্রথম উইকেটে উইল স্মিড ও ব্রাইস পার্সন ৭১ রান জোড়েন। নবম ওভারে স্মিড প্যাভিলিয়নে ফেরার পরে ধস নামে প্রিটোরিয়ার ইনিংসে। 

একসময়ে ১৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮৯ রান করে প্রিটোরিয়া। ডুয়ান জ্যানসেন প্রিটোরিয়ার ইনিংসে ভাঙন ধরান। মার্কো জ্যানসেনের যমজ ভাই শেষমেশ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। 

রিচার্ড গ্লিসন ৩৩ রানে ২টি উইকেট নেন। প্রিটোরিয়ার চার জন ব্যাটার ছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। 

গতবার প্রিটোরিয়া ক্যাপিটালস গতবার পঞ্চম স্থান পেয়েছিল। ২৯ তারিখ দু'বারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপের মুখোমুখি হবে প্রিটোরিয়া ক্যাপিটালস।