আজকাল ওয়েবডেস্ক: প্রেমের হাওয়া স্পর্শ করলেই বিচারবুদ্ধি যেন লোপ পায় অনেকের। প্রেমে ছ্যাঁকা খেলেও তার অন্যথা হয় না। অনেকেই ঝগড়া, ঝামেলায় জড়িয়ে, প্রতিশোধ নিয়ে আরও তিক্ততা বাড়িয়ে ফেলেন। আবার অনেকেই নিশ্চুপে দূরত্ব বাড়িয়ে ফেলেন। প্রাক্তনকে ভুলতে যা কিছু করেন, তা থেকেই শুরু নতুন এক অধ্যায়ের।
সম্প্রতি প্রেমে ছ্যাঁকা খেয়ে এই যুবক যা করলেন, তা ঘিরেই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রেমের সম্পর্কে ধোঁকা খেয়ে, প্রাক্তন প্রেমিকাকে ভুলতে চরম পদক্ষেপ করেন তিনি। বাড়িতে কাউকে না জানিয়ে, হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। পায়ে হেঁটে পৌঁছে যান পাহাড়ে। দিনের পর দিন সেই নির্জন পাহাড়েই কাটান তিনি। অবশেষে তাঁর খোঁজ পেলেন পরিবারের সদস্যরা এবং পুলিশ।
পাহাড়ে হারিয়ে নিজের মতো কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন যুবক। সেই সুযোগে ভুলতে চেয়েছিলেন প্রাক্তন প্রেমিকাকে। সম্পর্কের সুখস্মৃতি, সুন্দর মুহূর্ত, এবং প্রতারণা দ্রুত ভুলে যেতে চেয়েছিলেন তিনি। নতুন অধ্যায় শুরুর জন্য তাই পাহাড়ে তিনি একাই পৌঁছে যান।
আরও পড়ুন: 'এত ছোট ছোট পিস, আরেকটা দিন', কষা মাংসের লোভেই ভয়ঙ্কর পরিণতি যুবকের, বিয়েবাড়িতে রক্তবন্যা
যুবকের সঙ্গে ছিল না জল, খাবার, বাড়তি পোশাক। বাড়িতে ফেলে রেখে এসেছিলেন মোবাইল ফোনটি। তিনি চাননি, এই প্রক্রিয়ায় তাঁর সঙ্গে কেউ যোগাযোগ রাখুন। তিনি একাই কাটাতে চেয়েছিলেন। কিন্তু পরিবারকে না জানিয়ে হঠাৎ নিখোঁজ হওয়ায় বিপত্তি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিনে। পুলিশ জানিয়েছে, যুবকের নাম জাইআওলিন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সিসিটিভিতে দেখা গেছে, ২০ জুন তিনি বাড়ি ছেড়ে চলে যান। পাড়ে হেঁটেই এলাকা থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে। কোনও খোঁজ না পাওয়ায় তাঁর ভাই পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বাড়ি ফাঁকা। একটি ঘরে যুবকের মোবাইল ফোন। সিসিটিভিতে শেষ তাঁকে দেখা গিয়েছিল দালাং পাহাড়ের কাছে। যুবকের নিখোঁজ হওয়ার রহস্য আরও ঘনাতেই, ১০০ পুলিশ ও স্থানীয়া বাসিন্দা যুবকের খোঁজ শুরু করেন। স্নিফার ডগ, ড্রোন দিয়ে খোঁজ চালিয়েও যুবকের সন্ধান মেলেনি।
২৬ জুন পুলিশ যুবকের খোঁজ পান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, তাঁকে দেখা গিয়েছে লিনান জেলায়। স্থানীয় প্রশাসনকে জানানোর কয়েক ঘণ্টা পরেই যুবকের হদিশ পাওয়া যায়। যুবককে উদ্ধার করে পুলিশ ফিরিয়ে আনে শহরে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
পুলিশকে যুবক জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকাকে ভুলতেই পাহাড়ে যান তিনি। সঙ্গে মোবাইল ফোন, জামাকাপড়, খাবার কিছুই নিয়ে যাননি। কোনও থাকার জায়গাও আগে থেকেই বুকিং করে যাননি। ৪০ কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে কাটিয়েছেন। প্রথম তিনদিন কিছুই খাননি। এমনকী জলও না। তখনই তাঁর শরীর ভাঙতে শুরু করে।
এরপর পাহাড়ি এলাকায় বুনো ফুল খেয়ে পেট ভরাতে শুরু করেন। পাহাড়ি ঝর্ণার জল খেয়ে তেষ্টা মেটান। প্রথম কয়েকদিন পাহাড়ি পথেই রাত জেগে কাটিয়েছিলেন। এরপর স্থানীয় এলাকার বাসিন্দাদের বাড়িতে কাটান।
ঘটনাটি হু হু করে ছড়িয়ে পড়েছে চিনের সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও চমকে গেছেন যুবকের পরিণতি দেখে। কেউ কেউ তাঁকে সান্ত্বনা দিয়েছেন। আবার অনেকেই লিখেছেন, 'মুভ অন করতে গেলে এভাবেই করতে হয়। ভাগ্যিস তিনি ফোনটি সঙ্গে নিয়ে পাহাড়ে যাননি।'
