আজকাল ওয়েবডেস্ক: রোমাঞ্চ অপেক্ষা করছে লর্ডস টেস্টের শেষ দিনে। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫৮। পঞ্চম দিনে ভারতকে করতে হবে ১৩৫ রান। তাহলেই তৃতীয় টেস্ট জিতে শুভমান গিলের ভারত সিরিজে এগিয়ে যাবে ২-১-এ। 

কিন্তু পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই ভারতের সাজঘরে ভেসে এল খারাপ খবর। খারাপ খবরই বলা যায় একে। মহম্মদ সিরাজকে শাস্তি দেওয়া হল। আইসিসি-র কোড অফ কন্ড্যাক্ট ভাঙার জন্য ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হল তাঁর। সেই সঙ্গে যোগ হল ডিমেরিট পয়েন্ট। 

ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করার পরে সিরাজ উত্তেজিত ভাবে সেলিব্রেশনে মেতে ওঠেন। ইংল্যান্ডের তারকা ওপেনারকে ধাক্কাও মারেন সিরাজ। তাঁর এই উগ্র সেলিব্রেশনের পরে অনেকেই বুঝতে পেরেছিলেন, তাঁর উপরে নেমে আসতে চলেছে শাস্তির খাঁড়া।  

আরও পড়ুন:  ফরাসি বিপ্লব থামিয়ে ক্লাব বিশ্বকাপে নীল ঝড়, এক হাফেই চেলসি হারিয়ে দিল পিএসজি-কে

পঞ্চম দিনের খেলার বল গড়ানোর আগে সেটাই হল। সিরাজের শাস্তি নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল। তবে সিরাজের ডিমেরিট পয়েন্ট কিন্তু চিন্তা বাড়াল। ২৪ মাসের মধ্যে সিরাজের এটা দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আরও দু'বার যদি ডিমেরিট পয়েন্ট পান হায়দরাবাদি বোলার, তাহলে এক টেস্টে তাঁকে নির্বাসিত হতে হবে। সিরাজ যেমন উত্তেজিত থাকেন সব সময়ে তাতে যে কোনও সময়ে তাঁর উপরে নেমে আসতে পারে শাস্তির কোপ।  

 

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

লর্ডস টেস্টে যে বিতর্কের মশলা রয়েছে, তা জানা গিয়েছিল তৃতীয় দিনের শেষে। ভারতের প্রথম ইনিংসের পরে বুমরাহ-সিরাজদের যাতে মোকাবিলা করতে না হয়, সেই কারণে নানা অছিলায় তাঁরা সময় নষ্ট করেন। বুমরাহ বল করার সময়ে জাক ক্রলি কখনও উইকেট থেকে সের যান। কখনও চোট পাওয়ার বাহানায় সময় নষ্ট করেন। চতুর্থ দিন সিরাজ সব সীমা ছাড়িয়ে যান। বেন ডাকেটকে ফেরানোর পরে সিরাজ প্রায় সিংহনাদ করতে থাকেন। আউট করার পরে তাঁর উদযাপন সমস্যায় ফেলে দিল ভারতের তারকা বোলারকে। 

চতুর্থ দিনের শেষবেলাতেও আকাশদীপের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন কার্স। নাইট ওয়াচম্যান হিসেবে নামা বাংলার পেসারকে ফেরান বেন স্টোকস।  

এদিকে, অ্যালেস্টেয়ার কুক ভারতের পেসারের কীর্তি নিয়ে সমালোচনা করেন। কুককে বলতে শোনা গিয়েছে, ''এটা মেনে নেওয়া যায় না, কিন্তু দোষ কার? ডাকেট কি সিরাজের শরীরের ভিতরে সরাসরি ঢুকে পড়েছিল এবং ডাকেট জানত ও ঠিক কী করেছে। তাই বলে কারও মুখের সামনে কি এভাবে কেউ চিৎকার করতে পারে?  জোর দিয়ে আমি বলছি, এটা ভুল। শারীরিক সংযোগ হওয়াটাই উচিত নয়। হ্যাঁ, উইকেট নেওয়ার পরে উদযাপন করাই যায়। তুমি তো আউটই করেছো। তিন ইঞ্চি দূরে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে চিৎকার করার দরকারই নেই। আমার মতে যে সূক্ষ্ম সীমারেখা রয়েছে, তা অতিক্রম করা হয়েছে।'' 

Mohammed Siraj and Ben Duckett (Source: AP)

এর আগে লর্ডস টেস্টে ভারত অধিনায়ক শুভমান গিল আঙুল উঁচিয়ে কিছু বলেন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলিকে। সময় নষ্ট করার জন্য ভারতের ফিল্ডাররা উপহাস করে ইংরেজ ব্যাটারদের হাততালি দেন। চতুর্থ দিনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ঠিক একই ভাবে হাততালি দেন। সব মিলিয়ে জমে উঠেছে লর্ডস টেস্ট। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে সিরাজের উপরে নেমে আসে শাস্তির কোপ। 

আরও পড়ুন: ক্রীড়াজগতে আরও একটা বিবাহবিচ্ছেদ, পথ বদলে গেল ব্যাডমিন্টনের পাওয়ার কাপলের