সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখন দক্ষিণী নায়করা একে একে নয়া ইনিংস শুরু করছেন, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে এলেন বিজয় দেবরাকোন্ডা। কারণ, এক বড়সড় সুযোগ তিনি ফিরিয়ে দিলেন!
জোর খবর, ‘ডন ৩’ ছবিতে প্রধান খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বিজয় দেবরাকোন্ডাকে। তবে তিনি নাকি সরাসরি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন ফারহান আখতার, আর নামভূমিকায় থাকছেন রণবীর সিং। প্রথমে শোনা গিয়েছিল এই ছবিতে কিয়ারা আদবানি থাকবেন ছবির নায়িকা হিসেবে। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, কৃতি শ্যানন এখন সেই চরিত্রে সিলমোহর পেতে চলেছেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও নাকি আবার ডন ইউনিভার্সে ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এর পাশাপাশি শাহরুখ খানের একটি ক্যামিও-র কথাও শোনা যাচ্ছে—পরিচালক নাকি ইতিমধ্যেই তাঁকে পুরো ছবির চিত্রনাট্য শুনিয়েছেন।
আরও পড়ুন: ২৭ বছর পর বড়পর্দায় গান গাইছেন আমির! কার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন? কোন ছবিতেই বা গাইবেন? রইল হদিস!
কিন্তু এইসব হাই-প্রোফাইল মুখের ভিড়েও বিজয়ের ‘না’ বলা রীতিমতো সাড়া ফেলেছে। বিশেষত এমন সময়, যখন জুনিয়র এনটিআর, পৃথ্বীরাজ সুকুমারান-এর মতো জনপ্রিয় দক্ষিণী তারকারা একে একে বলিউডে শক্ত অবস্থান তৈরি করছেন। তবে বিজয়ও থেমে নেই। তাঁর আগামী ছবি ‘কিংডম’ ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। এটি একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, এবং দুই পর্বের সিরিজের প্রথম অংশ। ছবিটি ২০২৫ সালের ৩১ জুলাই মুক্তি পাবে তিন ভাষায়—তেলেগু, তামিল ও হিন্দি।
'কিংডম' পরিচালনা করছেন ‘জার্সি’-খ্যাত গৌতম তিন্নানুরি। অভিনয়ে রয়েছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বাসন্ত, সত্যদেব কঞ্চরানা, এবং আরও একাধিক শক্তিশালী মুখ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন গিরিশ গঙ্গাধারণ ও জোমন টি. জন। মিউজিক করছেন অনিরুদ্ধ রবিচন্দর। আর্ট ডিরেক্টর হিসেবে আছেন কল্লা অবিনাশ।প্রযোজনায় তিনটি ব্যানার—ফরচুন ফোর সিনেমাজ, সিতারা এন্টারটেইনমেন্টস ও শ্রীকারা স্টুডিওজ। প্রযোজক সৌজন্য ও নাগা ভামসি।তাই ‘ডন ৩’ না করলেও, নিজের দিকেই ক্যামেরা ঘোরাতে ব্যস্ত বিজয়—আর ‘কিংডম’ দিয়েই হয়তো ফিরবেন এক দারুণ ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে।
অন্যদিকে, ‘ডন ৩’, ‘ধুরন্ধর’-এর মতো ছবির পাশাপাশি ববি দেওল-এর সঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন রণবীর সিং! আর কোনও সাধারণ প্রজেক্ট নয়, এটি একটি বড় বাজেটের, হাই-অকটেন ঠাসবুনোট অ্যাকশন ছবি যাকে ইতিমধ্যেই বলিউডের আগামী বছরের সেরা সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে। অন্দরের খবর, রণবীর সিং এবং ববি দেওল একটা বড়সড় প্রজেক্টের জন্য প্রস্তুত। দুজনেই দীর্ঘদিন ধরে এই ছবির জন্য নিজেদের চেহারা টানটান, পেশীবহুল করেছেন। ঝরিয়ে ফেলেছেন বাড়তি ওজন। এক কথায় যাকে বলে, ফিজিক্যাল ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। রণবীর কাপুরের পর এবার সেই ট্রান্সফর্মেশনের যাত্রী রণবীর সিং, সঙ্গে আসছেন ববি। এরকম মাপের দুই দুঁদে অভিনেতা যখন পর্দায় একসঙ্গে আসেন, তখন ফলাফল যে ভয়ানক বিস্ফোরক হবে, সেটা আশা করে যায়।
বলিউডের অন্দরে ফিসফাস শুরু হয়েছে, রণবীরের ‘ধুরন্ধর’ আর ববির ‘অ্যানিম্যাল’ ইনটেন্সনেস — এখন এক ছবিতে! রণবীর সিংয়ের ঝলসে ওঠা স্ক্রিন প্রেজেন্স আর তাঁর এক্সপেরিমেন্টাল রোল—তা নিয়ে দর্শকদের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টগবগে এনার্জি আর দুরন্তন ভিস্যুয়াল—এই দুইয়ের সংমিশ্রণে ‘ধুরুন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন নেটপাড়ায়!
