সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যদি কারও নাম ‘অবিরাম পরীক্ষক’ রাখা যায়, তাহলে তিনি আমির খান। কর্মক্ষেত্রে নিজেকে নিয়ে নানানভাবে অনবরত পরীক্ষা নিরীক্ষা করে চলেন আমির। এবং সেই কাজ নিখুঁতভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দেন না তিনি। তাই তো তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ১৯৯৮ সালে তাঁর অভিনীত ‘গুলাম’ ছবিতে নিজের গলায় ‘আতি ক্যায়া খণ্ডালা’ গেয়ে তিনিই ছিলেন প্রথম ‘খান’ সুপারস্টার, যিনি পর্দায় গান গেয়েছিলেন। এবার ২৭ বছর পর আবার প্লেব্যাক করছেন আমির — তবে এবার আর নিছক মজা করে নয়, বরং পুরোদস্তুর অনুশীলন করে, গানের ট্রেনিং নিয়ে!
আমিরের কথায়—“‘আতি ক্যায়া খণ্ডালা’ গানটা গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভাল ছিল, তাই জনপ্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।” জানিয়েছেন একটি কমেডি ছবির জন্য গাইছেন তিনি, যেখানে তাঁর চরিত্রটি ক্যামিও হলেও খুব গুরুত্বপূর্ণ!
আরও পড়ুন: ‘গুলাম’-এর পরিচালনা মাঝপথেই ছাড়তে বাধ্য হয়েছিলেন মহেশ ভাট! নেপথ্যে ছিল আমিরের এই অদ্ভুত স্বভাব?
তা এই কমেডি ছবিটি কোন ধরনের? সে বিষয়ে অবশ্য আভাস দিয়েছেন আমির। “এই সিনেমা ওই বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির ধাঁচের — আজকাল আমরা যেই ধরনের সিনেমা ভুলেই গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচছে না, বরং একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো....এক লহমায় মন ভাল করে দেয়।”
তাঁর গাওয়া গান নিয়ে আমির আরও বলেন—“আমি এই ছবিতে দুটো গান গাইছি আমার নিজের গলায়। আর আমার সঙ্গীতগুরু হচ্ছেন সুচেতা ভট্টাচার্য। উনি আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।” উল্লেখ্য, আমিরের সেই অনামী কমেডি ছবির সুরকারের দায়িত্ব সামলাচ্ছেন রাম সম্পথ — যিনি আগেও আমিরের সঙ্গে কাজ করেছেন ‘ডেলহি বেলি’ ও ‘তলাশ’ ছবিতে। তাঁর গান গাওয়ার গানের অনুপ্রেরণা কে, সেকথাও লুকিয়ে রাখেননি আমির — “আমার দিন শুরু হয় লতা দিদির গান দিয়ে। ওঁকে খুব মিস করি। আমার খুব কাছের মানুষ ছিলেন। খুব ভালবাসতেন আমাকে। আমি চাইতাম উনি শুনুন আমার গান, কীভাবে আমি চেষ্টা করছি।”
প্রসঙ্গত, প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। অভিনেতার ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সামনে এনেছিলেন আমির। সেই থেকেই চর্চা, কবে আবারও বিয়ে করছেন আমির? এবার এই চর্চায় মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, “আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি এখন জানেই। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কি না, তা নিয়ে এখনও ভাবিনি।”
উল্লেখ্য, তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘মহাভারত’ নিয়েও এবার মুখ খুলেছেন ' মিস্টার পারফেকশনিস্ট'। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু করছেন ‘মহাভারত’ ছবির কাজ। তবে ‘মহাভারত’ স্রেফ একটি ছবির মধ্যেই শেষ হয়ে যাবে না, বরং — একের পর এক ছবি নিয়ে গঠিত এক বিশাল ফ্র্যাঞ্চাইজি হবে ‘মহাভারত’!
আমির স্পষ্ট ভাষায় বলেছেন, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। এটা একাধিক ছবি হবে—'ব্যাক টু ব্যাক' অর্থাৎ পরপর।
