আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি বারবার জাদুকরী মুহূর্ত উপহার দিচ্ছেন। মেজর লিগ সকারে বিস্ময়জাগানিয়া ক্ষণের জন্ম দিচ্ছেন খর্বকায় আর্জেন্টাইন। মাঠে নামলেই তিনি গোল করছেন। মেজর লিগে আগের চার ম্যাচের মতোই এদিনও জোড়া গোল করেন লিওনেল মেসি। ধারাবাহিকতার আরেক নাম লিও মেসি।
এবার ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেন মেসি। মেসির টানা পঞ্চম জোড়া গোল। ইন্টার মায়ামিও জেতে ২-১ গোলে। মে মাস থেকে শুরু হয় মেসির এই গোল পরিক্রমা। আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিরুদ্ধে।
এমএলএসের টানা চারটি ম্যাচে কারও জোড়া গোল ছিল না। মেসি নিজের রেকর্ডটা এদিন আরও উঁচুতে নিয়ে গেলেন। ৩৮-এর মহাতারকার এদিনের কীর্তি শুধু জোড়া গোলেই সীমাবদ্ধ নয়। ফ্রি কিকেও নজির গড়েন তিনি।
)
আরও পড়ুন: 'আমাকে ইন্টারভিউ দেবে বলেই কি বারবার পাঁচ উইকেট নিচ্ছো?', বুমরাহকে অবাক করে দিয়ে সঞ্জনার প্রশ্ন
ম্যাচে মেসি দুই অর্ধে দুটি গোল করেন। ৬২ মিনিটে তিনি যে গোলটা করেন, সেটা উপহার দেন ন্যাশভিলের গোলকিপার। জো উইলিস তাঁর সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পরে সেই বল তুলে দেন মেসির পায়ে। কেউ যদি বল তুলে দেন, তাহলে কি মেসি গোল করবেন না? তিনি গোল করলেন।
ম্যাচের ১৭-তম মিনিটে ফ্রি কিক থেকে গোলটি ছিল এককথায় দুর্দান্ত। মেসি বল পেলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হন। এটাই দস্তুর হয়ে গিয়েছে। প্রতিপক্ষ ফাউল করায় ফ্রি কিক পান মেসি। ফ্রি কিক থেকে মেসি চিরকালই ভয়ঙ্কর। ওয়ালের মাঝখান দিয়ে নিচু শটে তিনি জালে বল জড়ান।
প্রাক্তন বার্সেলোনা তারকা এখন ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক। ৬৯টি ফ্রি কিক গোল করে মেসি পিছনে ফেলে দিয়েছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

এই বয়সেও মেসি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়া মাসচেরানো। তাঁর মনে হচ্ছে, মেসি এখন প্রতি তিন দিন অন্তর রেকর্ড ভাঙছেন।
মাসচেরানো বলেন, ''মেসি অবিশ্বাস্যভাবে নিজের কাজ করে চলেছে। প্রতি তিন দিনে রেকর্ড ভাঙছে। মেসি এই দলের পতাকা বাহক। আমাদের ক্যাপ্টেন এবং আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, তার মান ও নিজেই তৈরি করে দিয়েছে।''
ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। প্যারিস সাঁ জাঁ-র কাছে বিধ্বস্ত হয়েছে মেসির দল। কিন্তু তার পরেও মেসি-ম্যাজিক চলছেই।
MESSI SCORES OFF THE FREE KICK! ???????? pic.twitter.com/UR1sKtgHe6
— FOX Soccer (@FOXSoccer)Tweet by @FOXSoccer
মেজর লিগ সকারে দুরন্ত ছন্দে রয়েছেন এলএম ১০। কে বলবে, শরীরে তাঁর বাসা বেঁধেছে বয়স। এই ৩৮-এও মেসি দৌড়চ্ছেন, স্কিল দেখাচ্ছেন, গোল করছেন, গোলের গন্ধ মাখা পাস বাড়াচ্ছেন, তাঁর দলকে জেতাচ্ছেন। মেসি বল নিয়ে দৌড়তে শুরু করলে তাঁকে রোখে কার সাধ্য। ভক্তরা বলছেন, ফুটবলের অক্ষরে লেখা এই কবিতার শেষ লাইন যেন পড়তে না হয় কোনওদিন।
ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়া মাসচেরানো যেমন আগের ম্যাচের পরে মেসি বন্দনা করেছিলেন। বলেছিলেন, ''লিও বিশেষ একজন খেলোয়াড়, আমার চোখে ফুটবল ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে সেটি অবিশ্বাস্য। অনেক বছর আগেও যা কল্পনা করা যেত না, তা মাঠে করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান যে মেসিকে আমাদের দলে পেয়েছি।''
আরও পড়ুন: 'আর্থিক জরিমানা করে লাভ নেই, ক্রিকেটাররা এখন ধনী' , সোজাসাপটা বললেন ভন
