স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে আসছে বিরাট চমক। গল্পের নতুন মোড়ে এবার দেখানো হবে ইতিহাসের আরেক অধ্যায়। সিরাজদ্দৌলার সঙ্গে ইতিমধ্যেই ভবানীর সাক্ষাৎ হয়েছে। তবে সিরিজ মোটেই ভবানীর সঙ্গে সদ্ভাব বজায় রাখেনি। বরং কীভাবে ভবানীকে বিপদে ফেলা যায়, সেই ছক কষেছে। এদিকে ১৭৫৭-এর পলাশির যুদ্ধর আগাম আভাস পেয়েছে রামপ্রসাদ।
গল্প এখন এভাবেই এগোবে। রামপ্রসাদ এই বিরাট যুদ্ধের আঁচ পেয়ে তাড়াতাড়ি ভবানীকে জানায়। সিরাজের সঙ্গে যতই ভবানীর শত্রুতা থাকুক না কেন, এই যুদ্ধ যে বাংলার মানুষদের ক্ষতি করবে সেই সন্দেহ আগে এসেছে ভবানীর মনে। তাই সে কিছুতেই চায় না, এই যুদ্ধ হোক। রামপ্রসাদকে ভবানী জানায়, যে করেই হোক পলাশির যুদ্ধ আটকাতেই হবে। রামপ্রসাদ দেবী কালীর কাছে প্রার্থনা করে। ঠিক সেই সময় তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। কিন্তু দৈব আদেশ পেয়ে ভবানী রামপ্রসাদের প্রাণ বাঁচিয়ে নেয়।
যদিও ইতিহাস অনুযায়ী, ভবানী পারেনি পলাশির যুদ্ধ আটকাতে। এই যুদ্ধেই ইংরেজ সেনার হাতে প্রাণ যায় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার। কিন্তু ধারাবাহিকের নতুন মোড়ে ঠিক কীভাবে গল্প এগোয়, এখন সেটাই দেখার।
রামপ্রসাদ'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সিদ্ধার্থ ঘোষকে। সিদ্ধার্থকে দর্শক এর আগে দেখেছেন স্টার জলসারই ধারাবাহিক 'কথা'য়। এই মেগায় ছোটকাকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। 'কথা' শেষ হতেই মেগার পরিবারের সদস্যদের ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক।
নতুন চরিত্র নিয়ে সিদ্ধার্থের ফেরার খবরে খুশি তাঁর অনুরাগীরা। ভবানীর গল্পে রামপ্রসাদের এন্ট্রি একটা নতুন মোড় এনে দেবে তা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে। ইতিহাসে ভবানী ও রামপ্রসাদের নানা গল্পও রয়েছে।
প্রসঙ্গত, এই মেগায় ভবানীর মেয়ে তারাসুন্দরীর স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা পার্থ বেরাকে। 'চিরসখা'র 'প্লুটো'র চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন পার্থ। গল্পে তাঁর চরিত্রের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। পার্থকে নতুন চরিত্রে দেখার আবেদন জানিয়েছিলেন নেটিজেনরা। 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র মাধ্যমে ফের নতুন রূপে ফিরেছেন পার্থ।
