আজকাল ওয়েবডেস্ক: গুজরাটে SIR প্রক্রিয়ায়  শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই সংশোধন প্রক্রিয়ায় নজিরবিহীন অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার ১০৯। এর আগে গুজরাটে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬। অর্থাৎ প্রায় ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হরীত শুক্লা জানান, “এসআইআর অভিযানের সময় মোট ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩২৭ জন ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া  হয়েছে।” তিনি বলেন, ভোটার তালিকা স্বচ্ছ  করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছিল।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, যেসব শ্রেণির ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—

মৃত ভোটার: ১৮ লক্ষ ৭ হাজার ২৭৮ জন

অনুপস্থিত ভোটার: ৯ লক্ষ ৬৯ হাজার ৬৬২ জন

স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন এমন ভোটার: ৪০ লক্ষ ২৫ হাজার ৫৫৩ জন

একাধিক জায়গায় নথিভুক্ত ভোটার: ৩ লক্ষ ৮১ হাজার ৪৭০ জন

অন্যান্য কারণ: ১ লক্ষ ৮৯ হাজার ৩৬৪ জন


নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গুজরাটে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ নভেম্বর এবং তা শেষ হয়েছে ১৪ ডিসেম্বর। এর আগে, ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া রাজ্যজুড়ে যাচাই পর্ব ৩৩টি জেলা এবং ১৮২টি বিধানসভা কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও কমিশন জানিয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকদের আপত্তি ও দাবি জানানোর সুযোগ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপত্তি বা সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে।

এদিন গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক হরীত শুক্লা খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এবং এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য সাধারণ নাগরিকদের পাশাপাশি বুথ লেভেল অফিসার (BLO), সহকারী নির্বাচনী আধিকারিক (AERO), নির্বাচনী আধিকারিক (ERO) এবং জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশনের মতে, এই সংশোধন প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য হবে, যা আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।