সোনাক্ষী সিনহা গত বছর জুনে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিয়ে করেন। বিয়ের আগে প্রায় সাত বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁরা। সম্প্রতি ফারাহ খান-এর ইউটিউব ভ্লগে সোনাক্ষী এবং জাহির একসঙ্গে হাজির হন। সেই আড্ডায় ছিলেন সোনাক্ষীর মা পুনম সিনহাও।

ভ্লগে ফারাহ খান মজা করে পুনম সিনহাকে জিজ্ঞাসা করেন, কবে তিনি জানতে পারেন যে সোনাক্ষী ও জাহির প্রেম করছেন। উত্তরে পুনম বলেন, বিয়ের আগে প্রায় পাঁচ বছর পর্যন্ত তিনি এই সম্পর্কের কথা জানতেনই না। এই কথা শুনে সোনাক্ষী হেসে ওঠেন।

পুনম জানান, নর্দার্ন লাইটস দেখতে যাওয়ার সময় জাহির সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। তখনই তিনি বিষয়টি পুরোপুরি বুঝতে পারেন। তবে সোনাক্ষী সঙ্গে সঙ্গে মজা করে বলেন, “মা, ক্যামেরার সামনে মিথ্যে বলো না। আমি কিন্তু সবার আগে তোমাকেই বলেছিলাম!”

পুনম আরও বলেন, জাহিরের প্রতি সোনাক্ষীর যত্ন আর ছোট ছোট কাজ থেকেই তাঁর সন্দেহ হয়েছিল যে দু’জনের মধ্যে বিশেষ কিছু আছে।

উল্লেখ্য, ২৩ জুন সোনাক্ষী ও জাহির বিয়ে করেন, যে দিনটি তাঁদের প্রেমের সাত বছরের পূর্তিও ছিল। বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লেখেন, সাত বছর আগে এই দিনেই তাঁদের ভালবাসার শুরু, আর আজ সেই ভালবসাই তাঁদের স্বামী-স্ত্রী হিসাবে এক করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, সম্পর্কের তিন বছর পরই তিনি এবং তাঁর স্বামী জাহির কাপল-থেরাপি নিয়েছিলেন। তাঁদের সম্পর্ক এমন অবস্থায় পৌঁছেছিল যেখানে একে অপরের দৃষ্টিভঙ্গি কোনওভাবেই বুঝে উঠতে পারছিলেন না। সেই সময়টিকেই তিনি বর্ণনা করেছেন ‘থ্রি-ইয়ার ইচ’ হিসাবে।

সোহা আলি খানের পডকাস্টে উপস্থিত হয়ে সোনাক্ষী বলেন, “সম্পর্কের তিন বছর পর একটা পর্যায়ে আমরা একে অপরের চুল ছিঁড়তে চাইতাম, এমন পরিস্থিতি হয়েছিল। যতই চেষ্টা করি, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছিলাম না।”

অভিনেত্রীর কথায়, দু’জনেই জানতেন, তাঁরা সম্পর্কটিকে বাঁচাতে চান। তাই জাহিরেরই প্রস্তাবে তাঁরা কাপল-থেরাপির সাহায্য নেন। এবং সোনাক্ষী শুরু থেকেই তাতে সম্মত ছিলেন। মাত্র দু’টি সেশন নেওয়ার পরই পরিস্থিতির দ্রুত উন্নতি হয়। থেরাপির মাধ্যমে তাঁরা উপলব্ধি করেন, অনেক সময় যা বলা হয়, তার আড়ালেই আসল অনুভূতি লুকিয়ে থাকে। ফলে পরস্পরের ভাবনা বোঝা অনেক সহজ হয়ে যায়।